ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৯:৪৬ এএম
গত জুলাইয়ে ইয়েমেন থেকে হুথি বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য একটি অ্যারো ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। ছবি- সংগৃহীত

ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এ ঘটনায় তেল আবিবসহ ইসরায়েলের মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্ক সাইরেন বেজে ওঠে। তবে ইসরায়েলি বাহিনীর দাবি, তারা সেই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, ক্ষেপণাস্ত্রটি আকাশেই ভূপাতিত করা হয়েছে এবং এর ধ্বংসাবশেষ থেকে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও দাবি করা হয়, ইয়েমেন থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি শনাক্ত করা হয়েছিল, যা তেল আবিবসহ মধ্য ইসরায়েলের বিস্তীর্ণ অঞ্চলে সাইরেন বাজাতে বাধ্য করে।

আইডিএফ আরও জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়ে ক্ষেপণাস্ত্রটিকে ভূপাতিত করতে সক্ষম হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।