ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

বিক্ষোভে উসকানির অভিযোগ গ্রেপ্তার লাদাখের ‘র‌্যাঞ্চো’

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১২:৩২ এএম

লাদাখে অশান্তি এবং প্রাণহানির ঘটনার তিন দিনের মাথায় গ্রেপ্তার হলেন ইঞ্জিনিয়ার, গবেষক ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। ‘র‌্যাঞ্চো’ নামে খ্যাত সোনামের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা হয়েছে। লাদাখ পুলিশের ডিজি এসডি সিংহ জামওয়ালের নেতৃত্বে গতকাল শুক্রবার দুপুরে ওয়াংচুককে তার লেহর বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গত বুধবারের ঘটনার পর লেহতে কারফিউ জারি করা হয়। ওয়াংচুক তার টানা দুই সপ্তাহের অনশন কর্মসূচি স্থগিত করেন। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওয়াংচুকের ‘উসকানিমূলক মন্তব্য’ এবং কিছু রাজনৈতিকভাবে প্রভাবিত গোষ্ঠীর ভূমিকা বিক্ষোভকে উত্তপ্ত করেছে। সরকারের তরফে আরও দাবি করা হয়েছে, সরকারি প্রতিনিধি ও লাদাখের সংগঠনগুলোর মধ্যে চলমান আলোচনাকে ব্যাহত করতেই এ ধরনের অশান্তি সৃষ্টি করা হয়েছে।

‘থ্রি ইডিয়টস’ সিনেমায় আমির খানের ‘র‌্যাঞ্চো’ চরিত্রটি বানানো হয়েছিল তারই আদলে। লাদাখবাসী সেই সোনমের সংস্থা এসইসিএমওএল এবং ‘হিমালয়ান ইনস্টিটিউট অব অল্টারনেটিভস লাদাখ’ (এইচআইএএল) এবং ‘স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখ’ (এসইসিএমওএল)-এর বিরুদ্ধে নিয়ম ভেঙে বিদেশি অনুদান নেওয়ার অভিযোগে চলতি মাসে সিবিআই তদন্তেরও নির্দেশ দিয়েছে কেন্দ্র।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দুই মাস আগে শুরু হওয়া এ তদন্তে ওয়াংচুকের ৬ ফেব্রুয়ারি পাকিস্তান সফরকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ওয়াংচুক দীর্ঘদিন ধরে লাদাখকে পূর্ণ রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়া এবং সংবিধানের ষষ্ঠ সূচি সম্প্রসারণের দাবিতে নেতৃত্ব দিচ্ছেন। আগস্ট মাসে লাদাখ প্রশাসন বরাদ্দ করা জমি বাতিল করে। স্থানীয় বিভিন্ন গোষ্ঠী এই সিদ্ধান্তকে সমালোচনা করে বলেছে যে এটি সংবিধানিক নিরাপত্তা দাবিকারীদের ‘কণ্ঠ রোধের’ প্রচেষ্টা।

ওয়াংচুকের বিরুদ্ধে একই সময়ে রাজ্যের দাবি সংক্রান্ত বিক্ষোভে হিংসা উসকানোর অভিযোগও উঠেছে। গত বুধবার সংঘর্ষে চারজন নিহত এবং কমপক্ষে ৮০ জন আহত হয়, যার মধ্যে ৪০ জন নিরাপত্তা কর্মী। যুবকেরা অগ্নিসংযোগে লিপ্ত হয়, বিজেপি ও হিল কাউন্সিলের অফিস ভাঙচুর করে এবং যানবাহন জ্বালিয়ে দেয়। পুলিশ ও আধা সেনাবাহিনী কাঁদানে গ্যাস ব্যবহার করে জনতা ছত্রভঙ্গ করে। জেলাজুড়ে কারফিউ জারি করা হয়।