ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০৩:০৪ পিএম
জাতীয় রাজস্ব বোর্ড । ছবি- সংগৃহীত

চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম তিন মাসে ৯০ হাজার ৮২৫ কোটি টাকার রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

শুক্রবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোট রাজস্ব আদায় হয়েছে ৯০,৮২৫ কোটি টাকা—গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২০.২১ শতাংশ বেশি, যা এ যাবৎকালে যেকোনো অর্থবছরের প্রথম তিন মাসে সর্বোচ্চ সংগ্রহও। এ ছাড়া, বর্তমান অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায় হয়েছে ১৫,২৭০ কোটি টাকা। এই পরিমাণ ও গত বছরের একই সময়ের তুলনায় বেশি।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে প্রথম তিন মাসের মোট রাজস্ব ছিল ৭৫,৫৫৪.৭৮ কোটি টাকা, ২০২৩-২৪ অর্থবছরে ৭৬,০৬৮.৪৩ কোটি টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে ৬৮,৬৩৫ কোটি টাকা। জুলাই-সেপ্টেম্বর ২০২৫ প্রান্তিকে তিনটি প্রধান রাজস্ব সংগ্রহ খাতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। এগুলো হলো, স্থানীয় পর্যায়ের ভ্যাট, আয়কর ও ভ্রমণ কর এবং আমদানি-রপ্তানি।

স্থানীয় পর্যায়ের ভ্যাট থেকে সর্বোচ্চ রাজস্ব এসেছে ৩৪,৮১৯ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ২৬,৮৩৮.৪৯ কোটি টাকা। এ খাতে ২৯.৭৪ শতাংশ বৃদ্ধি দেখা গেছে। ২০২৩-২৪ অর্থবছরে প্রথম প্রান্তিকে এই খাতে রাজস্ব ছিল ২৮,৪৪৫.৪১ কোটি টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে ২৪,৫৪৬.৬৫ কোটি টাকা।

আয়কর ও ভ্রমণকর থেকে আদায় হয়েছে ২৮,৪৭৮ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় বেশি। ২০২৪-২৫ অর্থবছরে এই খাতে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২৪,০৮০.৮২ কোটি টাকা। অর্থাৎ বছর ব্যবধানে বেড়েছে ১৮.২৬ শতাংশ।

আমদানি ও রপ্তানি বিভাগ থেকে আদায় হয়েছে ২৭,৫২৮ কোটি টাকা। গত বছর একই সময়ে সংগ্রহ হয়েছিল ২৪,৬২৫.৪৭ কোটি টাকা। এই খাতেও রাজস্ব আদায় বেড়েছে ১১.৭৪ শতাংশ।

এনবিআর জানিয়েছে, এই প্রবৃদ্ধি তাদের দক্ষ ও পরিশ্রমী কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টার ফল। ভবিষ্যতে কর ব্যবস্থার সম্প্রসারণ ও সঠিকভাবে আদায়, কর ফাঁকি রোধকল্পে এবং ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধার কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছে সংস্থাটি।