ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

গণঅভ্যুত্থানের ফসল ‘জুলাই সনদ’, নবজন্মের পথে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০৬:০১ পিএম
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি- রূপালী বাংলাদেশ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশের এক নতুন জন্ম ঘটেছে। এই পরিবর্তন সম্ভব হয়েছে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের কারণে।’ তিনি এই সনদ স্বাক্ষরকে অভ্যুত্থানের ‘দ্বিতীয় অধ্যায়’ হিসেবে উল্লেখ করে আত্মত্যাগকারী নাগরিকদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, ‘জাতি আজ এক নবজন্মের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। ছাত্র ও জনতার অভ্যুত্থানেই এই ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হয়েছে। জুলাই সনদ সেই আন্দোলনের পরিণতি, যা গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অংশগ্রহণে একটি নতুন রাষ্ট্র নির্মাণের প্রতীক।’

বক্তব্যের শুরুতেই তিনি গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘যারা রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন তাদের আত্মত্যাগের ফলেই আজকের এই দিনটি সম্ভব হয়েছে। সারা জাতি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে।’

সংবিধান ও সরকার পরিচালনায় পরিবর্তনের প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, ‘গণঅভ্যুত্থানের সুযোগে জাতি পুরোনো বিতর্ক ও অপ্রয়োজনীয় আলোচনার বাইরে এসে নতুন ধারার পথে এগিয়ে যাচ্ছে। সংবিধান সংস্কার ও সরকার পরিচালনায় যুগোপযোগী রূপান্তরই এখন সময়ের দাবি।’

ড. ইউনূস আশা প্রকাশ করেন, ‘জুলাই জাতীয় সনদ’ বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, নাগরিক অধিকার ও অংশগ্রহণমূলক রাষ্ট্রব্যবস্থার এক নতুন যুগের সূচনা করবে।