ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

সংস্কারের দাবিতে ত্রাণ উপদেষ্টার সঙ্গে এবি পার্টির সাক্ষাৎ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০৭:১৩ পিএম
ত্রাণ উপদেষ্টার সঙ্গে এবি পার্টির সাক্ষাৎ। ছবি- রূপালী বাংলাদেশ

অন্তর্বর্তীকালীন সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুক-ই-আজমের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবি পার্টির নেতারা। এ সময় তারা চৌগাছা ও ঝিকরগাছা এলাকার প্রান্তিক সমস্যা ও প্রশাসনিক জটিলতা তুলে ধরেন।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল শুক্রবার (১৭ অক্টোবর) উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের সাথে ছিলেন, এবি পার্টির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক ও যশোর-২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী রিপন মাহমুদ।

এক প্রেস বিজ্ঞপ্তিতে রিপন মাহমুদ বলেন, ‘আমরা যশোরের চৌগাছা ও ঝিকরগাছার স্থানীয় সমস্যাগুলো তুলে ধরেছি। পাশাপাশি কিছু প্রস্তাবনাও সরকারের কাছে দ্রুত উপস্থাপন করব। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) ও সংস্কার (কাবিটা, কাবিখা) কর্মসূচির সঠিক বাস্তবায়ন এবং স্বচ্ছতা নিশ্চিতে এবি পার্টি জনগণের পাশে থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমরা মাননীয় উপদেষ্টার কাছে অনুরোধ করেছি, যেন জনগণের জন্য বরাদ্দকৃত শতকোটি টাকা বিকাশে পাঠানো না হয়। কারণ গত অর্থবছরে ত্রাণ মন্ত্রণালয়ের একটি খাতে বিকাশের মাধ্যমে অর্থ পাঠাতে ৩৪ কোটি টাকা চার্জ বাবদ কর্তন হয়েছে, যা দারিদ্র্যপীড়িত দেশের জন্য অপচয়।’

রিপন মাহমুদ আরও জানান, দলটি হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য সব ধরনের ভাতা ও সহায়তা একটি মন্ত্রণালয়-কেন্দ্রিক ডিজিটাল প্ল্যাটফর্মে একীভূত করার আহ্বান জানিয়েছে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হয়।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবি পার্টির এই উদ্যোগ স্থানীয় সমস্যা সমাধান ও প্রশাসনিক সংস্কারের দাবিকে রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা দিয়েছে।