ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

মৎস্য আড়তে ভয়াবহ অগ্নিকাণ্ড 

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০১:২৬ এএম

ভোলার তজুমদ্দিন উপজেলার স্লুইসগেট এলাকার মৎস্য আড়তে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে ছোট-বড় ১৯টি মৎস্য আড়ৎ ব্যবসায়ী দোকানঘর এবং পাশে থাকা একটি বরফ কারখানার কিছু অংশ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে মালামালসহ প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন। গতকাল রোববার ভোররাত আনুমানিক সাড়ে ৪টার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে তজুমদ্দিন উপজেলা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, কোনো দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

তজুমদ্দিন মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি মো. কামাল উদ্দিন বলেন, ‘ভোরে খবর পাই মাছ ঘাটে আগুন লেগেছে। আমরা ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করি, কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সব পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অধিকাংশ দোকান শেষ। এখন প্রশাসন যদি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়, তাহলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারব।’

তজুমদ্দিন ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মুখলেসুর রহমান বলেন, ‘ভোর ৫টা ৮ মিনিটে আমরা খবর পাই। সঙ্গে সঙ্গে একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে।’