ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

শিক্ষার্থী জুবায়েদের খুনিদের গ্রেপ্তার দাবিতে বংশাল থানা ঘেরাও

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০২:১১ এএম
জুবায়েদ আহামেদের খুনিদের গ্রেপ্তারের দাবিতে বংশাল থানা ঘেরাও। ছবি- রূপালী বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ আহামেদের খুনিদের গ্রেপ্তারের দাবিতে বংশাল থানা ঘেরাও করেছে সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন তারা।

সোমবার (২০ অক্টোবর) রাত ১২ টার পর থানার সামনে রাস্তা অবরোধ করে অবস্থান শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’, ‘রাস্তাঘাটে ছাত্র মরে, প্রশাসন কি করে?’-সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘আজ রাতের মধ্যেই খুনিদের গ্রেপ্তার করতে হবে। যদি প্রকৃত খুনিদের গ্রেপ্তার করতে প্রশাসন ব্যর্থ হয় তাহলে কাল থেকে ঢাকা অচল করে দেওয়া হবে।’

এর আগে রাত ১১ টা ১০ মিনিটে রাজধানীর বংশালে নূর বক্স রোডে রৌশান ভিলা থেকে জুবায়েদের ছাত্রী বর্ষাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে লালবাগ জোনের ডিসি বলেন, “প্রাথমিকভাবে ছাত্রীকে আটক করা হয়েছে এবং বাড়ির অন্য সদস্যদেরও হেফাজতে রাখা হয়েছে। এছাড়া সিসিটিভির ফুটেজ দেখে ইতোমধ্যে আমরা দুইজনকে শনাক্ত করতে পেরেছি। তাদের আটকের জন্য আমাদের কয়েকটি টিম মাঠে কাজ করছে।  আশা করি খুব স্বল্প সময়ের মধ্যে তাদেরকেও আটক করতে সক্ষম হবো। এখন এর বেশি কিছু বলতে পারছি না।”

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে টিউশনির বাসার সিঁড়িতে ছুরিকাঘাত করে খুন করা হয় জুবায়েদকে। এর দেড় ঘন্টা পর ক্যাম্পাসে ঘটনা জানাজানি হলে ওই বাসা ঘিরে রাখে পুলিশ। পরে দীর্ঘ সাড়ে ছয় ঘন্টা ধরে ঘটনাস্থলে পুলিশ ও পিবিআই তদন্ত করে প্রাথমিক আলামত সংগ্রহ করে।