জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ ফের পিছিয়েছে। আগামী ৩০ ডিসেম্বর এবার নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ^বিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নির্বাচন পেছানোর পাশাপাশি নতুন তপশিল ঘোষণা করা হয়।
সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, ‘আজকের (গতকাল) সিন্ডিকেট মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বিশ^বিদ্যালয় ৮ ডিসেম্বর থেকে চালু হচ্ছে। কিছু কিছু কাজ বাকি আছে, এর মধ্যে সেগুলো সম্পন্ন করা হবে। সব ফরমালিটিস শেষ করা হবে। একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।’
এর আগে, একাধিক ভূমিকম্পের পর শিক্ষার্থী ও প্যানেলের দাবির ভিত্তিতে ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ক্যাম্পাস ছুটি ঘোষণা করা হয়। এছাড়া ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। এই সময়ের মধ্যে জকসু নির্বাচন কমিশনও গুরুত্বপূর্ণ কার্যক্রম স্থগিত করে। প্রার্থীদের ডোপ টেস্ট স্থগিত করা হয় এবং চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশের কাজও স্থগিত করে দেয় নির্বাচন কমিশন।
সংশোধিত নতুন তপশিল অনুযায়ী, আগামী ৭ ও ৮ ডিসেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বর, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১১ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ ও ১৪ ডিসেম্বর, ১৪ ডিসেম্বর প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ, নির্বাচনি প্রচার ১৫ থেকে ২৭ ডিসেম্বর। এবং ভোটগ্রহণ ও গননা ৩০ ডিসেম্বর নির্ধারণ করেছে কমিশন।

