বিএনপির আপত্তির পরও উপদেষ্টা পরিষদে অনুমোদন পেল পুলিশ কমিশন অধ্যাদেশের খসড়া। ভোটের আগে ‘তাড়াহুড়া করে’ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যে দুটি আইন করার অভিযোগ উঠেছিল, পুলিশ কমিশন অধ্যাদেশ তার একটি। আপত্তি ওঠা আরেকটি অধ্যাদেশ এনজিওর বৈদেশিক অনুদান সংক্রান্ত, যেটির খসড়া অনুমোদন পায় ২৯ নভেম্বরের বৈঠকে।
সেদিনের বৈঠকে পুলিশ কমিশন অধ্যাদেশের খসড়াও উঠেছিল, কিন্তু অনুমোদন না দিয়ে আরও বিস্তারিতভাবে এবং সংশোধিত আকারে পরের সভায় উত্থাপনের নির্দেশ দেয় উপদেষ্টা পরিষদ। সেই মোতাবেক গতকাল বৃহস্পতিবারের সভায় অধ্যাদেশটি উঠলে উপদেষ্টা পরিষদ তাতে সায় দেয়। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা হয়, যেখানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
উপদেষ্টা পরিষদে ওঠার আগেই পুলিশ কমিশন অধ্যাদেশ ও এনজিওর বৈদেশিক অনুদান সংক্রান্ত অধ্যাদেশ নিয়ে আপত্তি তোলে বিএনপি। দলটি মনে করে, জাতীয় নির্বাচনের আগে এ ধরনের আইন করার পেছনে সরকারের ‘ভিন্ন উদ্দেশ্য’ রয়েছে।
২৮ নভেম্বর এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি যে, তাড়াহুড়া করে দুটি আইন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পাস করাতে চাইছেন। একটি সংশোধিত পুলিশ কমিশন আইন, অন্যটি এনজিও সংক্রান্ত আইন। আমরা মনে করি, নির্বাচনের আগে এ ধরনের আইন পাস করার পেছনে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য কাজ করছে, যা গণতান্ত্রিক উত্তরণের পথকে বাধাগ্রস্ত করবে।’
জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের (ডিআইজি অপারেশনন্স) রেজাউল করিম রূপালী বাংলাদেশকে জানান, পুলিশ কমিশন অধ্যাদেশ ২০২৫-এর খসড়া অনুমোদন করেছে সরকার। অনুমোদন করা অধ্যাদেশটি এখনো আমরা দেখিনি। তবে শুনেছি কিছু পরিবর্তন-পরিমার্জন করা হয়েছে। অনুমোদন করা অধ্যাদেশের প্রজ্ঞাপন জারি হলে বুঝতে পারব পরিবর্তন বা পরিমার্জনগুলো কোথায় হয়েছে।
পুলিশের আরেক ডিআইজি নাম প্রকাশ না করে জানান, পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো প্রস্তাবনায় কমিশন ৭ সদস্যের ছিল। তবে অনুমোদন করার সময় সেটি ৫ সদস্যের করা হয়েছে। আরও কিছু ধারায় পরির্তন করা হয়েছে। পরিবর্তন করে যে কমিশন গঠন করা হয়েছে, সেটির প্রজ্ঞাপন জারি করা হবে শিগগিরই। পরিবর্তন করা হলেও কমিশন গঠন মাঠ পুলিশের জন্য ইতিবাচক।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পাঁচ সদস্যের একটি কমিশন থাকবে, যার প্রধান হবেন সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। এ কমিশন নাগরিকের অভিযোগ অনুসন্ধান-নিষ্পত্তি, পুলিশ সদস্যদের সংক্ষোভ নিরসন ইত্যাদি বিষয়ে সরকারের কাছে সুপারিশ করবে। কমিশনের অধ্যাদেশের খসড়া পাস করার বিষয়ে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
আরপিও সংশোধনী পাস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল প্রস্তুতির মধ্যে নির্বাচনি আইন ও বিধিতে আরেক দফা সংশোধনী এনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) পাস হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসে এসব কথা জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও ছিলেন।
এ সংশোধনের ফলে পোস্টাল ভোট সাধারণ ভোটের সঙ্গে একই সঙ্গে গণনা হবে এবং একাধিক সিল থাকলে সেই ভোট বাতিল বলে গণ্য হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এসে এসব কথা জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারও ছিলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে দুটি ক্ষেত্রে সংশোধনী আনা হয়েছে। পোস্টাল ভোট সাধারণ ভোটের সঙ্গে গণনা এবং একাধিক সিল থাকলে সেই ভোট বাতিল বলে গণ্য হবে। তিনি আরও বলেন, পুলিশ কমিশন অধ্যাদেশের খসড়া পাস হয়েছে। পুলিশকে জনবান্ধব করতে এই কমিশন সরকারকে সুপারিশ করবে। পেশাগত ক্ষেত্রে পুলিশের অভিযোগগুলোও দেখবে।

