ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তপশিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় ঠিক করেছেন এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। প্রচলিত প্রথা অনুযায়ী, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎপর্ব শেষ হলেই নির্বাচনের চূড়ান্ত তপশিল ঘোষণা করা হয়। এবারের ক্ষেত্রেও তেমনটিই হবে বলে জানিয়েছেন কমিশনের এক সদস্য।
গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের এক কমিশনার নাম প্রকাশ না করে বলেন, ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ হবে, আর সে বৈঠকের দু-একদিনের মধ্যেই তপশিল ঘোষণা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি জানান, এর আগে ৭ ডিসেম্বর কমিশনের একটি অভ্যন্তরীণ সভা অনুষ্ঠিত হবে, যেখানে সময়সূচি নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
এর আগে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছিলেন, রোববারের বৈঠকে তপশিলের সময়সীমা নিয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হবে। তার ভাষায়, ওই সপ্তাহের মধ্যেই যেকোনো দিন তপশিল ঘোষণা করা হবে।
ইসি সংশ্লিষ্ট আরেক সূত্র বলছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ৮, ৯, ১০ কিংবা ১১ ডিসেম্বরের যেকোনো একদিন তপশিল ঘোষণা করা হতে পারে। আর ভোটগ্রহণ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে, অর্থাৎ ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে কোনো একদিন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের রাজনৈতিক অঙ্গন ও দলগুলোও এখন নির্বাচনি প্রস্তুতিতে গতি আনতে শুরু করেছে। তপশিল ঘোষণার সঙ্গে সঙ্গেই দলগুলো মনোনয়ন, জোট-সমীকরণ ও মাঠপর্যায়ের কর্মসূচিতে পূর্ণোদ্যমে নামবে বলে ধারণা করা হচ্ছে।

