সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ১০:০৭ এএম

মেট্রোরেল চলাচল স্বাভাবিক করতে ব্যস্ত ডিএমটিসিএল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ১০:০৭ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের যে পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু হয়েছিল, সেই পিলারটি এখন মেরামতের কাজ করছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কারিগরি টিম। তারা জানিয়েছেন, দ্রুতই কাজ শেষ করে আজকের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে দেখা যায়, পিলার মেরামতের কাজ চলছে।

জাপানি কারিগরি টিমের এক সদস্য জানিয়েছেন, পিলার বা অবকাঠামোগত কোনো ক্ষতি হয়নি, শুধু বিয়ারিং প্যাডের অংশটি খুলে পড়ে এ দুর্ঘটনাটি ঘটেছে।

মেট্রোরেলের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘ফার্মগেটের খেজুরবাগান মোড়ে নির্মাণ নকশায় ত্রুটি ছিল। এর আগেও এমন দুর্ঘটনা ঘটেছে, জাপানিজ ঠিকাদারদের ঠিক করতে বলা হলেও করেনি।

এর আগে রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট স্টেশনের সংলগ্ন ৪৩৩ নম্বর পিলার থেকে একটি রাবারের বিয়ারিং প্যাড নিচে পড়ে যায়। এতে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পর থেকে আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

নিহত ব্যক্তির নাম আবুল কালাম আজাদ (৪৫)। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠী গ্রামে। দুর্ঘটনার সময় আজাদ ফার্মগেট মোড়ে ফুটপাত দিয়ে হাঁটছিলেন। হঠাৎ ওপর থেকে ভারী ধাতব বস্তুটি তার মাথায় পড়ে। এর পাশাপাশি পাশের একটি চপ-সিঙ্গারা দোকানের কাচও ভেঙে যায়। এতে দোকানের দুজন কর্মী আহত হন।

এদিকে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান।

রোববার দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, নিহত ব্যক্তির পরিবারের সব দায়-দায়িত্ব মেট্রোরেল কর্তৃপক্ষ গ্রহণ করবে। প্রাথমিকভাবে পরিবারের কাছে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এরপর যদি পরিবারের মধ্যে কর্মক্ষম কোনো সদস্য থাকে, তাকে মেট্রোরেলে চাকরি দেওয়া হবে।

Link copied!