সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ৬৪১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুইটি বিদেশি পিস্তল, একটি পাইপ গান, পাঁচটি তাজা ককটেল, তিনটি ম্যাগাজিন, দুই রাউন্ড কার্তুজ, চারটি সিসা কার্তুজ, চার রাউন্ড গুলি, দুইটি কিরিজ, একটি চাইনিজ কুড়াল, ছয়টি রামদা, একটি ছোরা ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (০৪ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১১৬ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫২৫ জন রয়েছে।
পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
        
                            
                                    
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন