ঢাকা বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ০৩:৩০ পিএম
তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়। ছবি - সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

দুপুরে তথ্য অধিদপ্তর (পিআইডি) এক বিজ্ঞপ্তিতে জানায়, আলোচনা সভায় সরকারের চলমান কার্যক্রম ও নীতিনির্ধারণী বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়।

এর আগে বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন দুই উপদেষ্টা- আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন তারা।

আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে ছিলেন। অন্যদিকে, মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পদত্যাগের পরদিনই অনুষ্ঠিত এ বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।