শুক্রবার, ০৯ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ০১:৪৩ পিএম

সামাজিক মাধ্যমে তোলপাড়

মধ্যরাতে হঠাৎ ছাত্রলীগের মিছিল

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪, ০১:৪৩ পিএম

মধ্যরাতে হঠাৎ ছাত্রলীগের মিছিল

ছবি, সংগৃহীত

প্রায় আড়াই মাস পর চট্টগ্রামের জামালখান এলাকায় শুক্রবার গভীর রাতে হঠাৎ মিছিল করেছেন ছাত্রলীগের কর্মীরা। মিছিল থেকে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টা ৪০ মিনিটে ২০-৩০ জন তরুণ ও যুবক মিছিল করে সটকে পড়েন। এ সময় তাদের অনেকের মুখে মাস্ক ছিল।

স্থানীয়দের তথ্যমতে, ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে আজ শনিবার বিকেল ৩টায় জামালখানে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনে হামলাকারীদের গ্রেপ্তার করতে না পারায় পুলিশের ওপর ক্ষোভও প্রকাশ করেছে সংগঠনটি।

তারা বলেন, ছাত্রলীগের মিছিলটিতে অংশ নেওয়া বেশিরভাগই তরুণ। কয়েকটি মোটরসাইকেলে তারা জামালখান মোড় এলাকায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। মিছিলের কয়েক মিনিটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম দেখা যাচ্ছে। আওয়ামী লীগের ভেরিফায়েড পেজ থেকে ওই ভিডিও শেয়ার করে লেখা হয়- চট্টগ্রামে জয়বাংলা স্লোগানে প্রকম্পিত রাজপথ। অন্যায়, অত্যাচার, নির্যাতন করে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের দমিয়ে রাখা যায় না।

তবে, এই মিছিল সম্পর্কে আওয়ামী ছাত্রলীগের কারো বক্তব্য পাওয়া যায়নি। জামালখান এলাকায় সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমনের আধিপত্য ছিল। ৫ আগস্টের পর থেকে তাকে এলাকায় আর দেখা যায়নি। ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর গুলি ছোড়ার অভিযোগ ছিল শৈবাল দাশ সুমনের বিরুদ্ধে।

হঠাৎ ছাত্রলীগের মিছিলের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। চট্টগ্রামের সমন্বয়ক মোহাম্মদ রাসেল গণমাধ্যমকে জানান, পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে এ কর্মসূচি পালনের দুঃসাহস দেখিয়েছে আওয়ামী লীগ–ছাত্রলীগ। কারণ অস্ত্র হাতে ছাত্র-জনতার ওপর হামলায় নেতৃত্ব দিয়েছেন এরকম সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

রাসেল আহমেদ বলেছেন, খুনি হাসিনাকে পুনর্বাসনের জন্য শহীদের রক্তরঞ্জিত রাজপথে স্লোগান দেওয়ার প্রতিবাদে শনিবার বিকেল ৩টায় জামালখানে বিক্ষোভ সমাবেশ হবে।
 

আরবি/এস

Link copied!