বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নতুন চক্রান্ত শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক মতবিনিময় সভায় তিনি এই অভিযোগ করেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, "শেখ হাসিনাসহ ভারত যারা পালিয়ে গেছে, তারা সবাই একসাথে বাংলাদেশে নৈরাজ্য এবং অস্থিতিশীলতা সৃষ্টি করার চক্রান্ত করছেন।" তিনি আরও বলেন, কয়দিন আগে টেলিফোনে দেয়া বক্তব্যে শেখ হাসিনা জুলাই-আগস্টে যারা আন্দোলন করেছেন, তাদের নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মির্জা ফখরুল মন্তব্য করেন, দেশে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন অত্যন্ত জরুরি, যাতে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার গঠন করা সম্ভব হয়। এ সময় বিএনপির মহাসচিব দেশের জনগণকে একত্রিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।