সংঘাতময় মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে ‘মানবিক করিডর’ গঠনের প্রস্তাবকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই এবার মুখ খুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, মিয়ানমারকে করিডোর দেওয়ার সিদ্ধান্ত জনগণ ও নির্বাচিত সরকারের মাধ্যমেই আসা উচিত।
বৃহস্পতিবার (১ মে) নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিকদল আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, বিদেশি স্বার্থ নয়, সবার আগে জনগণের স্বার্থ রক্ষা নিশ্চিত করতে হবে। জনগণের অধিকার নিশ্চিত করা গেলে বাংলাদেশ কখনোই তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না। আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত সবার ‘আগে বাংলাদেশ’।
বক্তব্যে রাজনৈতিক সংস্কারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সংস্কারে আমাদের কোনো আপত্তি নেই। তবে প্রয়োজনীয় সংস্কার শেষে একটি সুনির্দিষ্ট রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করতে হবে।
‘মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক’-এই স্লোগানকে সামনে রেখে দুপুর ২টা ১০ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় জাতীয়তাবাদী শ্রমিকদলের সমাবেশ।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফকিরাপুল থেকে কাকরাইল মোড় পর্যন্ত বিস্তৃত জনসমাগমে রূপ নেয় সমাবেশ।
শ্রমিকরা লাল টুপি ও লাল গেঞ্জি পরে সমাবেশে অংশগ্রহণ করেন। তাদের কণ্ঠে ধ্বনিত হয় আন্তর্জাতিক শ্রমিক স্লোগান ‘দুনিয়া মজদুর এক হও, লড়াই করো’।
পাশাপাশি শোনা যায়, রাজনৈতিক স্লোগান ‘অবিলম্বে সংসদ নির্বাচন চাই, দিতে হবে দিতে হবে।’
সমাবেশে জাতীয়তাবাদী শ্রমিক দল ১২ দফা দাবি তুলে ধরে। যার মধ্যে রয়েছে, অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার, সব প্রতিষ্ঠানে ডে-কেয়ার সেন্টার স্থাপন, বন্ধ শিল্প কারখানা পুনরায় চালু, নতুন শিল্প প্রতিষ্ঠান স্থাপন, আউটসোর্সিং বন্ধ করে স্থায়ী পদ সৃষ্টি, অবাধ ও গণতান্ত্রিক ট্রেড ইউনিয়নের অধিকার, শ্রমিক হত্যার বিচার, শ্রমিক নির্যাতন বন্ধ, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুরক্ষা, জাতীয় ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা, বৈষম্যহীন পে-স্কেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যহ্রাস।