ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

১২ দফা দাবি নিয়ে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১, ২০২৫, ১১:৩৯ এএম
ছবি: সংগৃহীত

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে একটি বড় পরিসরের শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

সমাবেশ শুরু হবে বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টায়, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

এ সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

সমাবেশে আরও উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং অন্যান্য শীর্ষস্থানীয় নেতা-কর্মীরা।

জাতীয়তাবাদী শ্রমিক দল জানিয়েছে, এবারের সমাবেশে তারা শ্রমিকদের ১২ দফা দাবি তুলে ধরবে। 

দাবিগুলোর মধ্যে রয়েছে: শ্রমিকদের ন্যায্য মজুরি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নিরাপদ কর্মপরিবেশ, শ্রমিক নির্যাতনের বিচার, অবসরের পর ভাতা নিশ্চিতকরণ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা।

সমাবেশ সফল করতে ইতোমধ্যেই দলীয় ও সহযোগী সংগঠনগুলো সক্রিয়ভাবে মাঠে নেমেছে। ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চল ও গার্মেন্টস এলাকাগুলোতে লিফলেট বিতরণ, ব্যানার টানানো এবং প্রচার চালানো হয়েছে। রাজধানীর পাশাপাশি নারায়ণগঞ্জ, গাজীপুর, আশুলিয়া, সাভার ও টঙ্গী থেকেও বিপুলসংখ্যক শ্রমিকের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

বুধবার (৩০ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, ‘এই সমাবেশ হবে শ্রমজীবী মানুষের দাবি আদায়ের জন্য একটি শক্তিশালী কণ্ঠস্বর। আমরা বিশ্বাস করি, সরকার ও মালিকপক্ষের অবহেলার বিরুদ্ধে শ্রমিক সমাজ আজ ঐক্যবদ্ধ।’

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন জানিয়েছেন, সমাবেশে একটি ঘোষণাপত্র পাঠ করা হবে, যেখানে শ্রমিকদের চলমান সমস্যা ও করণীয় স্পষ্টভাবে উপস্থাপন করা হবে। 

তিনি বলেন, ‘আমরা আশা করছি, এই সমাবেশ শুধু রাজনৈতিক বার্তাই নয়, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।’

শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ধারাবাহিকতায় এবার তারেক রহমানও মে দিবসে বক্তব্য রাখবেন, যা একটি ঐতিহাসিক বার্তা বহন করবে।’