সম্প্রতি নাফ নদী কেন্দ্রিক জেলেদের আতঙ্কের নাম আরাকান আর্মি। নাফ নদীতে মাছ শিকারে গেলেই বিনা অজুহাতে ধরে নিয়ে যাচ্ছে তারা।
মে দিবসেও কক্সবাজারের টেকনাফ হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় নাফ নদী থেকে আবারও চার জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
বৃহস্পতিবার (১ মে) সকালে টেকনাফের দমদমিয়ায় নাফ নদীতে এ ঘটনা ঘটে।
অপহৃত জেলেরা হলেন, আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪), আনোয়ার সাদেক (২৭)। তারা সবাই টেকনাফের জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা।
এসব তথ্য নিশ্চিত করে টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নুর বলেন, প্রতিদিনের মতো ড্রামের ভেলা দিয়ে টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদীতে শিকারে যায় জেলেরা। এ সময় মিয়ানমার থেকে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকাসহ জেলেদের ধরে নিয়ে যায়।
তিনি বলেন, এ সময় বেশ কয়েকজন জেলে পালিয়ে আসেন। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
স্থানীয় জেলে মোহাম্মদ আলম বলেন, আরাকান আর্মির কারণে জেলেদের সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। প্রায় সময় জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। আজকেও চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর শুনেছি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।