ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

‘যারা শ্রমিকদের টাকায় ভাগ বসায়, তারা ভিক্ষুক’

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ১, ২০২৫, ০৪:৫৫ পিএম
লক্ষ্মীপুরে সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। ছবি : রূপালী বাংলাদেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘যারা শ্রমিকদের টাকায় ভাগ বসান, তারা সবচেয়ে বড় কুলাঙ্গার ও সবয়েয়ে বড় ভিক্ষুক। রাজনীতির নামে এই ভিক্ষাবৃত্তি বন্ধ করতে হবে।’

বৃহস্পতিবার (১ মে) সকালে দক্ষিণ তেমুহনী এলাকায় লক্ষ্মীপুর শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নির্যাতন বন্ধ হয়নি জানিয়ে রেজাউল করিম বলেন, ‘এ জন্য যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, মহান রাব্বুল আলামিনের দরবারে তাদের শাহাদাতের মর্যাদা কামনা করি। যে শ্রমিকরা এখনো আহত ও পঙ্গুত্ব বরণ করে বাংলাদেশের বিভিন্ন হসপাতালে শুয়ে আছেন অবিলম্বে তাদের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।’

পরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির নজির আহমেদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী ও লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান প্রমুখ।