ঢাকা শুক্রবার, ০২ মে, ২০২৫

পটুয়াখালীতে নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার 

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: মে ১, ২০২৫, ০৭:২৬ পিএম
রাবনাবাদ নদীর ঘটনাস্থলে সাধারণ মানুষ। ছবি: রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাবনাবাদ নদী থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ-পুলিশ।

বৃহস্পতিবার (১মে) সন্ধ্যা ৬ টায় উপজেলার লালুয়া ইউনিয়নের বুরুজালিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা। মরদেহের শরীর অক্ষত অবস্থায় ছিল।

জোয়ারের স্রোতে লাশটি ভেসে আসতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। 

পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাওসার গাজী বলেন, নদী থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যেহেতু ওই নারীর শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তাই কীভাবে মৃত্যু হয়েছে সেটি বলা যাচ্ছে না।’