ঢাকা শুক্রবার, ০২ মে, ২০২৫

শ্রমিক দিবসে জামালপুর বিএনপির শ্রমিক দলের শোভাযাত্রা

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১, ২০২৫, ০৮:৩০ পিএম
ছবি : সংগৃহীত

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শ্রমজীবী মানুষের সংগ্রাম ও অধিকার প্রতিষ্ঠার মে দিবস।

দিবসটি উপলক্ষে  বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জামালপুর সদর দক্ষিণ শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জননেতা এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ সফিউর রহমান শফি ও জেলা বিএনপি’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মোকছেদুর রহমান হারুন।

 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জামালপুর সদর দক্ষিণ শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা

কর্মসূচিতে জামালপুর জেলা ও উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও এতে শ্রমিক দলের বিপুল সংখ্যক কর্মী ও শ্রমিকরা অংশ নেন।

 

সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জামালপুর সদর দক্ষিণ শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা

তারা বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ও শ্রমজীবী মানুষের মর্যাদা প্রতিষ্ঠা ছাড়া প্রকৃত মুক্তি সম্ভব নয়।’

এদিকে, মে দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এক শুভেচ্ছাবার্তায় বাংলাদেশের শ্রমজীবী জনগণসহ বিশ্ববাসীর প্রতি অভিনন্দন ও শ্রদ্ধা জানিয়েছেন।

 

এ ছাড়া মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে ঢাকার বিভিন্ন এলাকায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিগুলোতে অংশ নেয় শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠন ও স্থানীয় নেতা-কর্মীরা।