ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

সিরিজ সমতার পরও অধিনায়কের চোখে হতাশা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১, ২০২৫, ০২:৩৬ পিএম
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত ।। ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ইনিংস ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। কিন্তু এতে খুশি নন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ম্যাচই জেতা উচিত ছিল বাংলাদেশের বলে মনে করেন তিনি।

ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে শোনা গেল এমনই স্পষ্ট অতৃপ্তির সুর। সংবাদ সম্মেলনে শান্ত প্রথম টেস্টে দলের দুর্বল পারফরম্যান্সের জন্য আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘আমি আসলে খুব বেশি খুশি না।’

‘দুই ম্যাচের কথা যদি বলেন, এর থেকে ভালো ক্রিকেট খেলা উচিত ছিল। সিরিজটা আমাদের জেতা উচিত ছিল। প্রথম ম্যাচে আমরা ভালো খেলিনি। দ্বিতীয় ম্যাচে আমরা কামব্যাক করেছি।’ যোগ করেন তিনি।

তবে এই সিরিজে ব্যক্তিগত ও দলীয় কিছু ইতিবাচক দিকও খুঁজে পেয়েছেন শান্ত। তাইজুল ইসলামের শক্তিশালী প্রত্যাবর্তন, সাদমান ইসলাম ও এনামুল হক বিজয়ের ওপেনিং জুটির সম্ভাবনা এবং তানজিম সাকিবের ব্যাটিং নৈপুণ্যকে তিনি দলের প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন।

শান্ত বলেন, ‘আমার মনে হয় তাইজুল ভাই প্রথম ম্যাচে বোলিংয়ের পর এই ম্যাচে যেভাবে কামব্যাক করেছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। ওপেনিং জুটিতে সাদমানের ভালো সেঞ্চুরি এবং বিজয়ের দীর্ঘ বিরতির পর ফিরে এসে সুন্দর ব্যাটিং আমাদের ওপেনিং নিয়ে স্বস্তি দিয়েছে। এই জায়গাটায় ধারাবাহিক হতে হবে।’

শান্ত আরও বলেন, ‘সাকিবের ব্যাটিংটাও আজকে অনেক ভালো লেগেছে। টেইলে তাইজুল ভাই অতীতে অনেক বল ফেইস করেছে, তবে প্রথম ম্যাচে সাকিবের ব্যাটিং দারুণ ছিল।’

লোয়ার অর্ডারে বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরি ফের একবার আলোচনার কেন্দ্রে এনেছে তার ব্যাটিং পজিশন। মিরাজকে আরও উপরে ব্যাটিংয়ে সুযোগ দেওয়া উচিত কিনা, এমন প্রশ্নের জবাবে শান্ত কিছুটা কৌশলী উত্তর দেন।

তিনি বলেন, ‘আমাকে আগে বলবেন আরেকটু ওপরে বলতে কত ওপরে? (সেটা তো ওপরে) হয়তো ৪-৫ বোঝাচ্ছেন। ওর বোলিং খুব গুরুত্বপূর্ণ। সে এটা জানেও এবং এটা নিয়ে সে সবচেয়ে বেশি কাজও করে।’

এমন দায়িত্ব নিয়ে ৪-৫ এ ব্যাটিংয়ে নামাটা অনেক বেশি চ্যালেঞ্জিং, বিশেষ করে এই ফরম্যাটে। অনেক পরিশ্রম, চিন্তাভাবনা, নিজেকে সময় দেওয়ার ব্যাপার থাকে। সে ৬-৭ এ ব্যাট করছে এবং খুব ভালো জায়গায় ব্যাট করছে, যা দলকে ভালো জায়গায় নিয়ে যাচ্ছে।

তবে দলের কিছু খেলোয়াড়ের পারফরম্যান্স এবং মিরাজের ব্যাটিং পজিশন নিয়ে তিনি আশাবাদী হলেও এখনই কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত দেননি।