চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে অফের দৌড়ে অনেকটা এগিয়ে গেলেও বড় ধাক্কা খেল পাঞ্জাব কিংস।
দলের গুরুত্বপূর্ণ সদস্য অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল চোটের কারণে ছিটকে গেলেন এবারের আসর থেকে।
চলমান আইপিএলে ব্যাট হাতে তেমন সুবিধা করতে না পারলেও ম্যাক্সওয়েলের ওপরই ভরসা রাখত পাঞ্জাব। এ অজি অলরাউন্ডার কলকাতার বিরুদ্ধে ম্যাচে আঙুলে চোট পান।
এরপর চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে তার পরিবর্তে খেলানো হয় সূর্যাংশ শেড়গেকে।
ম্যাক্সওয়েলের চোটের বিষয়ে পাঞ্জাবের আরেক অজি ক্রিকেটার মার্কাস স্টয়নিস বলেন, ‘দুর্ভাগ্যবশত ম্যাক্সির আঙুলে চোট লেগেছে। গত ম্যাচের আগে অনুশীলনে তার আঙুলে আঘাত লাগে। প্রথমে তেমন গুরুতর মনে না হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা খারাপের দিকে যায়। স্ক্যানের রিপোর্টও ভালো আসেনি। আমার মনে হয় তার আইপিএল শেষ।’
পাঞ্জাব কোচ রিকি পন্টিংও ম্যাক্সওয়েলের ছিটকে যাওয়া মেনে নিয়ে বলেছেন, ‘কোনো একসময় একজন পরিবর্তিত ক্রিকেটার নিতেই হবে।’
তিনি আরও বলেন, ‘এরপর আমরা ১২তম ম্যাচ খেলতে নামব। তারপরও দুটি ম্যাচ বাকি থাকবে। দলের মধ্যে যারা রয়েছে, তাদের মধ্য থেকে বিকল্প খোঁজার চেষ্টা করছি। আজমাতুল্লাহ ওমরজাই, অ্যারন হার্ডিরা এখনো খেলেনি।’
এদিকে, ম্যাক্সওয়েলের পরিবর্তে দেশীয় ক্রিকেটারকেও খেলানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পন্টিং।
তিনি বলেন, ‘এ মুহূর্তে হাতে ভালো বিকল্প নেই। ভারতীয় প্রতিভাদের মধ্যে কাকে খেলানো যায় সেটা দেখতে হবে।’