ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

পাকিস্তানের প্রধান কোচ হতে চান আজহার মাহমুদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ১, ২০২৫, ০৩:৫১ পিএম
পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ জাতীয় দলের বিভিন্ন কোচিং ভূমিকায় আগে থেকেই যুক্ত ছিলেন। এবার তিনি নিজেই প্রকাশ্যে জানালেন, পাকিস্তান দলের প্রধান কোচ হতে চান তিনি।

একটি স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আজহার বলেন, ‘আমি পাকিস্তানের প্রধান কোচ হওয়ার জন্য অবশ্যই আবেদন করব।’

বর্তমানে তিনি জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

চলতি বছরের ফেব্রুয়ারির পর থেকে পাকিস্তান দল প্রধান কোচ ছাড়া চলছে। এখনো পর্যন্ত নতুন প্রধান কোচ নিয়োগ দিতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আজহার মাহমুদ ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তানের বোলিং কোচ ছিলেন। এ ছাড়া ২০২৪ সালে তিনি অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন নিউজিল্যান্ড সফরে।

সেই সফরে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-২ ব্যবধানে ড্র হয়েছিল।

তবে আজহারের পাশাপাশি এ পদে প্রতিযোগিতায় রয়েছেন আরও দুই প্রার্থী—নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন ও পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সাকলাইন মুশতাক।

কোচ পদের জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ মে।