বিএনপি পুনরায় ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসা নিজাম উদ্দিন মণ্ডলকে (৭০) উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসায় তত্ত্বাবধান করছেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. সোহেল মাহমুদ আরাফাত।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম এবং আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানকার চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে তাকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএনপি নেতা রফিকুল ইসলাম জানান, ‘তারেক রহমানের সরাসরি নির্দেশে নিজাম উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়েছে। ফরিদপুরের চিকিৎসকরা জানিয়েছেন, তিনি একটি জটিল রোগে ভুগছেন এবং তার এমন কিছু পরীক্ষার প্রয়োজন যা শুধু ঢাকায় সম্ভব। তাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে তাকে আনা হয়েছে।’
তিনি আরও বলেন, নিজাম উদ্দিনের চিকিৎসার সব খরচ বিএনপি বহন করবে।
নিজাম উদ্দিনের ছেলে শাহাবুল জানান, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তার বাবাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।
উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ মে ঝিনাইদহের মহেশপুরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কাঙালি ভোজের আয়োজন করেছিলেন নিজাম উদ্দিন। কিন্তু ওই আয়োজন আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় পণ্ড হয়ে যায়। সেদিন রান্না করা খিচুড়ি নষ্ট করে দেওয়ার পর প্রতিজ্ঞা করেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় না ফেরা পর্যন্ত তিনি ভাত খাবেন না। সেই থেকে টানা প্রায় ১১ বছর রুটি ও কলা খেয়ে জীবনযাপন করছেন নিজাম।
নিজাম উদ্দিন মণ্ডলের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে।