ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

প্রবাসী ভোট নিয়ে বিকল্পধারার আপত্তি

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১৩, ২০২৫, ০৪:৫৪ এএম
ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে অবস্থানরত ভোটারদের ভোটগ্রহণ থেকে বিরত থাকার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বিকল্পধারা বাংলাদেশ।

দলটির মতে, অল্প সময়ে বিপুলসংখ্যক প্রবাসী নাগরিকের ভোটগ্রহণের ব্যবস্থা করা নির্বাচন কমিশনের জন্য অত্যন্ত কঠিন ও জটিল হবে, যা পুরো নির্বাচনি প্রক্রিয়াকে বিতর্কিত করতে পারে।

সোমবার (১২ মে) প্রধান নির্বাচন কমিশনার বরাবর পাঠানো এক চিঠিতে এই অনুরোধ জানান বিকল্পধারার নির্বাহী সভাপতি মেজর (অব.) আবদুল মান্নান। চিঠিটি নির্বাচন কমিশন সচিবালয়ে হস্তান্তর করেন দলের সহদপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বুলু।

চিঠিতে বলা হয়, এক কোটি প্রবাসী ভোটারকে ভোটাধিকার প্রয়োগে অন্তর্ভুক্ত করা নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বর্তমানে দেশে একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছে। সরকারের মুখ্য কাজ হলো একটি গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন নিশ্চিত করা। সেই প্রেক্ষাপটে, বিতর্ক এড়াতে প্রবাসীদের ভোটগ্রহণ না করাই যুক্তিযুক্ত সিদ্ধান্ত হতে পারে।

বিকল্পধারা আরও উল্লেখ করে, নির্বাচন যেন ভবিষ্যৎ গণতান্ত্রিক ব্যবস্থাকে দৃঢ় করে, সেই লক্ষ্যে একটি নিরপেক্ষ ও বিতর্কহীন ভোটপ্রক্রিয়া অত্যন্ত জরুরি। ফ্যাসিস্ট শাসনের অবসানের পর নতুন সরকার যেন জনগণের আস্থার ভিত্তিতে গঠিত হয়, সেদিকে বিশেষ মনোযোগ প্রয়োজন।