ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

‘দেশে বর্তমানে নৈরাজ্যকর অবস্থা বিরাজ করছে’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ১৩, ২০২৫, ০৩:৩১ এএম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ।। ছবি: সংগৃহীত

দেশে বর্তমানে এক ধরনের অগোছালো ও নৈরাজ্যকর অবস্থা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

সোমবার (১২ মে) জাতীয় কবিতা পরিষদের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, এখন যে যা খুশি তাই করতে পারছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণহীন। বিচার ব্যবস্থার নাম করে ব্যক্তিগত প্রতিশোধের ঘটনা ঘটছে, ফলে প্রকৃত অপরাধীরা অনেক সময় দায়মুক্তি পাচ্ছে।

জাতীয় কবিতা পরিষদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সমাজের যেকোনো সংকটে কবিরা সবসময় প্রথমে কলম ধরেন। তারা প্রতিবাদ জানান, সমাজকে সচেতন করেন।

সভায় জাতীয় কবিতা পরিষদের সভাপতি মোহন রায়হান বলেন, যারা সাম্প্রতিককালে ধর্মীয় গোঁড়ামিকে সামনে রেখে বাঙালি সংস্কৃতিকে দমন করতে চায় এবং মানুষের চিন্তার স্বাধীনতাকে বাধাগ্রস্ত করছে, তাদের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন, কবিতা এবং রাজনীতি-উভয়ই সমাজে পরিবর্তনের শক্তিশালী উপাদান।

সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউদ্দিন স্টালিন, উপদেষ্টা মতিন বৈরাগীসহ অনেকে। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সহসভাপতি গোলাম শফিক, এবিএম সোহেল রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল জাকারিয়া, রফিক হাসান, নুরুন্নবী সোহেল, ইউসুফ রেজা, আসাদ কাজল, রোকন জহুর, শিমুল পারভীন, সবুজ মনির, নাহিদ হাসান এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।