ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

সিরিয়ায় ইসরায়েলি হামলা, যুক্তরাষ্ট্রের ভূমিকা কী

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৮:৫৮ এএম
ছবি- সংগৃহীত

সিরিয়ায় ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা নিয়ে চলছে নানা আলোচনা। অনেকেই নিন্দা জানালেও একরকম চুপ রয়েছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন হলো এই হামলার পিছনে তাদের কোনো ভূমিকা আছে নাকি। 

যদিও দেশটি বলছে, তারা এ বিষয় থেকে নিজেদের দূরত্ব বজায় রেখেছে। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, ট্রাম্প প্রশাসন এই হামলার পক্ষে নয় এবং উভয়পক্ষকে উত্তেজনা কমিয়ে কূটনৈতিক পথে অগ্রসর হওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইসরায়েলি যুদ্ধবিমান বুধবার দামেস্কসহ দক্ষিণ সিরিয়ায় সিরিয়ান সরকার নিয়ন্ত্রিত একাধিক স্থাপনায় হামলা চালায়। ইসরায়েল জানায়, এ হামলার উদ্দেশ্য ছিল দ্রুজ অধ্যুষিত সীমান্তবর্তী এলাকায় সিরিয়ান সেনাদের সরিয়ে দেওয়া।

দ্রুজ সম্প্রদায়ের সদস্যরা ইসরায়েল, লেবানন ও সিরিয়ায় বসবাস করে এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি সংখ্যালঘু গোষ্ঠী।

ট্যামি ব্রুস জানান, আমরা ইসরায়েল ও সিরিয়ার সঙ্গে সর্বোচ্চ পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছি। লক্ষ্য হচ্ছে এই সংকটের শান্তিপূর্ণ সমাধান এবং দুটি সার্বভৌম রাষ্ট্রের মধ্যে একটি স্থায়ী চুক্তি প্রতিষ্ঠা।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সিরিয়ায় চলমান সহিংসতার বিরোধিতা করে এবং সবপক্ষকে শান্ত পরিবেশে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার জন্য কাজ করছে। আমরা সিরিয়ান সরকারকে নেতৃত্বে থেকে সমাধানের পথ দেখানোর আহ্বান জানাচ্ছি।

সূত্র : শাফাক নিউজ