ছাত্রদলের জাকসু নির্বাচন বর্জনকে ইঙ্গত করে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ‘তারা নির্বাচন বর্জন করবে, এটাই স্বাভাবিক।’
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই কথা বলেন।
এরআগে ভোট কারচুপির অভিযোগ এনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল।
ওই প্রসঙ্গ টেনে শিবিরের সেক্রেটারি সাদ্দাম ফেসবুকে লেখেন, ‘যারা কখনোই জাকসু নির্বাচন চায়নি তারা নির্বাচন বর্জন করবে, এটাই স্বাভাবিক। আমি অবাক হয়েছি, বর্জনটা এত দেরিতে কেন হলো।’
তিনি আরও লেখেন,‘দায় চাপানো আর মিথ্যাচারের রাজনীতি ছাড়তে হবে, অন্যথায় শিক্ষার্থীরা আপনাদের ছেড়ে দেবে।’
৩৩ বছর পর আজ সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে জাকসুর ভোট গ্রহণ শুরু হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন