মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৫:০৮ পিএম

৩০ আসন চাওয়ার বিষয়ে ফখরুলের কাছে জবাব চায় জামায়াত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ০৫:০৮ পিএম

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি- সংগৃহীত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি- সংগৃহীত

‘৩০টি আসন না দেওয়ায় পিআর নিয়ে বিএনপির ওপর চাপ দিচ্ছে জামায়াত’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যকে অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

একই সঙ্গে দলটি স্পষ্ট জানিয়েছে, এই বক্তব্য যদি সত্যিই তার হয়ে থাকে, তবে জামায়াত কার কাছে ওই আসনগুলো দাবি করেছে তার প্রমাণ জাতির সামনে উপস্থাপন করতে হবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘কলকাতার দৈনিক এই সময়-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও প্রতিহিংসাপরায়ণ। এ ধরনের বক্তব্য একজন প্রবীণ রাজনীতিবিদের মুখ থেকে আসবে, তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। সত্য ও শিষ্টাচারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

গোলাম পরওয়ার বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় তার মূল নেতৃত্বের অধীনে পরিচালিত হয়। কারও কাছে আসন দাবি করার রাজনীতির সঙ্গে জামায়াতের বর্তমান সময়ে কোনো দূরতম সম্পর্ক নেই।’

তার দাবি, ‘যদি মির্জা ফখরুল প্রমাণ দিতে ব্যর্থ হন, তবে সত্যকে স্বীকার করে অন্তত জনগণের সামনে দুঃখ প্রকাশ করা উচিত।’

তিনি অভিযোগ করেন, বিএনপি মহাসচিব জামায়াতের রাজনীতি ও মর্যাদা নিয়ে তাচ্ছিল্যের সুরে কথা বলেছেন। এর বিচার জনগণের আদালতের ওপর ছেড়ে দিয়েছেন বলে তিনি বলেন, ‘আমরা জনগণের ওপর আস্থা রাখি। আমাদের কার্যক্রম দেশ ও জনগণের কল্যাণের জন্য। মহান আল্লাহর সন্তুষ্টিই আমাদের চূড়ান্ত লক্ষ্য। আমাদের ভরসা মহান রবের করুণা ও সাহায্য।’

বিবৃতির শেষে জামায়াত সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুলকে উদ্দেশ করে আহ্বান জানান, ভবিষ্যতে যেন তিনি এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর মন্তব্য থেকে বিরত থাকেন।

Link copied!