ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

আ.লীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না : রাশেদ খাঁন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ১২:৪০ পিএম
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা রাশেদ খাঁন। ছবি- সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা রাশেদ খাঁন। তিনি বলেছেন, ‘যদি আবার আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে, তবে শেখ হাসিনার পা ধরেও কেউ মাফ পাবেন না।’

রোববার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। 

তার দাবি, নির্বাচন ঘিরে আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে এবং ক্ষমতায় ফেরার জন্য সহিংসতা, অগ্নিসংযোগ ও গুপ্তহত্যার মতো পন্থা বেছে নিতে পারে।

রাশেদ খাঁন লিখেছেন, ‘আমি আগেও বলেছি- নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ গোটা বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলবে। তারা বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, গুপ্তহত্যা ও নির্বাচনি প্রক্রিয়া বানচাল করার পরিকল্পনা করছে। শেখ হাসিনার নির্দেশেই এই কর্মকাণ্ড চলছে। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন ব্যর্থ করতে পারলে দেশে আরেকটি ‘১/১১’ পরিস্থিতি সৃষ্টি করা হবে। কারণ, এই পথ ছাড়া আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার আর কোনো উপায় নেই।’

তিনি আরও বলেন, ‘যদি আমরা সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে ব্যর্থ হই, তাহলে শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরবেন, আর তখন কেউই নিরাপদ থাকবে না। ভোটের রাজনীতি বা কৌশলগত নীরবতা দেখিয়ে যারা আওয়ামী লীগকে পরোক্ষভাবে সহায়তা করছেন, তাদের বুঝতে হবে আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও তারা রেহাই পাবেন না।’

গণঅধিকার পরিষদের এই নেতা ফ্যাসিবাদবিরোধী ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, ‘এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার। নিজেদের মধ্যে বিভক্তির সুযোগ করে দিলে ভারতীয় আধিপত্যবাদী শক্তির পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরবে। তাই দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যই এখন একমাত্র অস্ত্র।’

তিনি আরও দাবি করেন, ‘আগামী দিনে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশজুড়ে সহিংসতা ছড়াবে। তারা অগ্নিসংযোগ, প্রশাসনের মধ্যে অরাজকতা সৃষ্টি ও বিরোধী কণ্ঠ দমনের চেষ্টায় লিপ্ত থাকবে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

রাশেদ খাঁন তার পোস্টে বিএনপি, বামধারা ও নাগরিক সমাজের নেতাদের প্রতিও আহ্বান জানান একসঙ্গে মাঠে নামার জন্য। তিনি বলেন, ‘এখন সময় রাজনৈতিক হিংসা ভুলে দেশকে বাঁচানোর। ফ্যাসিস্ট শক্তি যদি ফেরে, তাহলে জনগণের ভোটাধিকার, স্বাধীনতা ও ন্যায়ের দাবি আর কখনো প্রতিষ্ঠিত হবে না।’