স্বাধীনতার পতাকা ও জাতীয় সংগীত নিয়ে কথা বলায় ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে রাজনৈতিক উদ্দেশ্যে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি এই খুনের ঘটনাকে ‘রাজনৈতিক হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে বলেন, ‘এটি পরিকল্পিত ঘটনা।’
বৃহস্পতিবার (১৫ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে আয়োজিত মানববন্ধনে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
রিজভী বলেন, ‘গত পরশু রাত ১২টায় ছাত্রদল নেতা সাম্যকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। কয়েক দিন আগেই সে ফেসবুকে জাতীয় সংগীত ও পতাকার পক্ষে পোস্ট করেছিল। এটি কি সেই কারণ? একজন ভবঘুরে কেন সাম্যকে হত্যা করবে? আমি নিশ্চিত, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।’
তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পরে পরিবর্তিত একটি পরিস্থিতি তৈরি হয়েছিল। মানুষ চেয়েছিল শান্তি, শিক্ষাপ্রতিষ্ঠান হোক সহিংসতামুক্ত। কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ের ভেতরেই রক্তপাত ঘটছে। আজও একজন তরুণের লাশ ক্যাম্পাসে পড়ে থাকছে।’
আবরার হত্যাকাণ্ডের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘আবরারকে হত্যা করা হয়েছিল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলায়। আজও কেউ যদি জাতীয় সংগীত, পতাকা ও স্বাধীনতার পক্ষে কথা বলে, তার জীবন চলে যায়। এটাই কি বাংলাদেশ?’
রিজভী অভিযোগ করেন, ‘ছাত্রদলের নেতারা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সঙ্গে দেখা করতে গেলে তিনি তাদের ‘তুইতোকারি’ করেন ও বিরক্তি প্রকাশ করেন। কারণ সাম্য ছাত্রদল করত, তাই তার প্রতি আপনার বিরক্তি। আপনি চান না যারা জাতীয়তাবাদের পক্ষে কথা বলে, তারা সেখানে টিকে থাকুক?’
ঢাবি উপাচার্যের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনার উচিত ছিল নিহত শিক্ষার্থীর প্রতি সম্মান জানানো ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’
রিজভী বর্তমান অন্তর্বর্তী সরকারের দিকেও অভিযোগের তির ছোড়েন। বলেন, ‘আপনারা কার প্রতিনিধিত্ব করছেন জানি না, কিন্তু জাতি আপনাদের সমর্থন করেছে। অথচ আপনারা একদিকে এনসিপিকে বরণ করছেন, অন্যদিকে সাধারণ শিক্ষার্থীদের ওপর চালাচ্ছেন লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড।’
তিনি বলেন, ‘এভাবে চললে জনগণ আপনাদের দ্বিচারিতা ধরে ফেলবে। দেশ চালাতে হলে সবার প্রতি সমান আচরণ করতে হবে।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবারে’র আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, সদস্যসচিব মোকছেদুল মোমিন মিমুন, সাবেক ছাত্রনেতা মেহবুব মাসুম শান্ত, ওমর ফারুক কাওসার, ছাত্রদল নেতা ডা. তৌহিদ আওয়াল প্রমুখ।