বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, দ্রুতই দেশে ফিরবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হলে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের আলোচনাসভায় এ কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমান যে দিন দেশে ফিরবেন সে দিন অবিস্মরণীয় ইতিহাস তৈরি হবে। সে দিনই বিএনপির নির্বাচনের অর্ধেক প্রচারণা হয়ে যাবে।
তিনি বলেন, ‘সংবিধান স্পর্শ করে না সরকার চাইলে এমন সংস্কারগুলো করতে পারে। কেউ কোনো আলোচনা ব্যতীত অমূলক সংস্কারের চেষ্টা করবেন না, যেটা নির্বাচনে জটিলতা সৃষ্টি করতে পারে।’
বিএনপির সিনিয়র এই নেতা বলেন, আগামীর বাংলাদেশে চাইলেই কেউ আর অগণতান্ত্রিক ফ্যাসিস্ট হওয়ার সুযোগ পাবে না।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন এক অধ্যাদেশে জারি করেছে, জোটবদ্ধ হলেও নিজ দলের মার্কায় ভোট করতে হবে। এ ধরনের আদেশ নির্বাচনে জটিলতা সৃষ্টি করতে পারে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন