দীর্ঘ দুই মাস যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু। শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১টার দিকে জামালপুরে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
এ সময় এক বিশাল মোটরসাইকেল শোডাউনের আয়োজন করা হয়, যেখানে হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
শোডাউনটি জামালপুর বিজয় চত্বর থেকে শুরু হয়ে মেলান্দহ, হাজরাবাড়ী, জটিয়ারপাড়া মোড়, মিলন বাজার, থানামোড়, বালিজুড়ী বাজার, উপজেলা হাওয়াই রোড ও জোনাইল বাজার অতিক্রম করে মোসলেমাবাদ ওয়াছিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠিত সমাবেশে বিএনপি নেতা ফায়েজুল ইসলাম লাঞ্জু বলেন, ‘আমি ছাত্রদল, যুবদল করেছি। গত ৪৫ বছর ধরে মেলান্দহ-মাদারগঞ্জের রাজনীতিতে বিএনপির সঙ্গে যুক্ত আছি। আপনারা সবাই নির্যাতিত ও নিপীড়িত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আজ সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ।’
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশের মানুষ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে। আমি প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাই- তিনি যেন রোডম্যাপ অনুযায়ী দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন