ভারতের বিহারগামী একটি ট্রেনে উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটেছে। একটি বার্থ কামরার দখল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই তরুণী, যাদের চুল ধরে টানাটানি শুরু করে কয়েকজন যাত্রী। মুহূর্তের মধ্যে পুরো কামরায় হুলুস্থুল পরিস্থিতি তৈরি হয়।
ঘটনাটি ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, ট্রেনের কামরার ভেতরে প্রবল হট্টগোল চলছে। এক পর্যায়ে দুই তরুণীর চুল ধরে টানাটানি করছেন কয়েকজন যাত্রী।
ভিডিওতে দেখা যায়, উপরের বার্থে বসা দুই তরুণীর সঙ্গে এভাবে হট্টগোল চলাকালীন একজন ব্যক্তি, যিনি শিশুকে কোলে নিয়ে বসেছিলেন, ক্ষিপ্ত যুবকদের বাধা দেওয়ার চেষ্টা করছেন। ট্রেনের কামরায় প্রচণ্ড ভিড়ের কারণে সেখানে দাঁড়ানোরও তেমন জায়গা ছিল না।
ভিডিওটি মাত্র ১০ সেকেন্ডের, তবে কেন এই চুলোচুলি ঘটেছে তা ভিডিও থেকে বোঝা যায়নি। এ ছাড়া ভিডিওটি কোন ট্রেনে বা কখন ধারণ করা হয়েছে, তা জানা যায়নি।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর একটি একাউন্ট থেকে পোস্ট করা হয়। পোস্টের পর ভিডিওটি কয়েক লাখ বার দেখা হয়েছে। ভিডিওতে ৩ হাজারের বেশি লাইক এবং হাজারাধিক মন্তব্য জমা পড়েছে। দুই তরুণীর সঙ্গে রেলযাত্রীদের এমন আচরণ দেখে অনেক ব্যবহারকারী তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251019140621.webp) 
        
       -Tower-in-Gopalganj-20251020201015.webp) 
       -20251020114155.webp) 
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন