রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ একটি যুবককে আটক করেছে।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজান শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে একটি মোটরসাইকেলে তিনজন ব্যক্তি এসে নির্বাচন কমিশনের দিকে একটি ককটেল ছুঁড়ে মারলে তা সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়। পালানোর সময় পুলিশের টহল দল ধাওয়া করে শুভ (১৭) নামে এক যুবককে হাতেনাতে আটক করে। আটককৃত যুবকের কাছ থেকে পুলিশ আরও কিছু সংশ্লিষ্ট ব্যক্তির নাম সংগ্রহ করেছে।
উপপুলিশ কমিশনার বলেন, নির্বাচন ঘনিয়ে আসছে, তাই এরকম ঘটনার কারণে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আমাদের কাছে পাওয়া নামগুলো অনুসারে অভিযানের মাধ্যমে অন্যদেরও আইনের আওতায় আনা হবে।
তিনি আরও জানান, পুলিশ বিষয়টি কঠোরভাবে দেখছে এবং বিভিন্ন ইউনিট দুষ্কৃতিকারীদের সনাক্ত ও আইনের আওতায় আনার জন্য কাজ করছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251025060042.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251019140621.webp) 
        
       -Tower-in-Gopalganj-20251020201015.webp) 
       -20251020114155.webp) 
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন