পুরান ঢাকার বংশাল এলাকায় প্রেমিকার বাসার সিঁড়িতে সজিব (১৯) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে আগামসিহ লেনের ৯৩/১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
নিহত সজিব আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন।
বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. দুলাল হক জানান, বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারতলার সিঁড়ি থেকে লাশ উদ্ধার করে।
লাশের গলায় জিআই তার পেঁচানো অবস্থায় উপুড় হয়ে পড়ে ছিল। বাসাটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। চারতলায় একটি পরিবারের বসবাসের তথ্য পাওয়া গেছে, বাকিটা গোডাউন হিসেবে ব্যবহৃত হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সজিবকে গলায় তার পেঁচিয়ে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
নিহতের চাচাতো ভাই মো. ইসলাম জানান, সজিব বংশালের আগামসিহ লেনেই পরিবারের সঙ্গে থাকতেন। সে এবার এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়। কয়েক দিন আগে তাবলিগে দোহার গিয়েছিল, গতকাল বাসায় ফিরে আসে। আজ দুপুরে ফোন পেয়ে বাসা থেকে বের হয়। বিকেলে জানতে পারি, একটি বাসার সিঁড়িতে তার লাশ পাওয়া গেছে।
পরিবারের সদস্যদের দাবি, সজিবের প্রেমিকা খাদিজার সঙ্গে তার ছয় বছরের সম্পর্ক ছিল। খাদিজার বাবা মারা গেছেন, আর ঘটনার পর থেকে খাদিজা ও তার পরিবারের কাউকে পাওয়া যাচ্ছে না।
পরিবারের অভিযোগ, খাদিজার দুই মামা-ইকবাল ও কামাল-মিলে সজিবকে হত্যা করেছেন।
উল্লেখ্য, এর আগে গত ১৯ অক্টোবর রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ নামের এক তরুণের রক্তাক্ত মরদেহ বাসার সিঁড়ি থেকে উদ্ধার করা হয়। পুলিশ সেটিকে ‘ত্রিভুজ প্রেমঘটিত হত্যাকাণ্ড’ হিসেবে চিহ্নিত করে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন