ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

যেসব প্রতিশ্রুতি নিয়ে ভোটের মাঠে বিএনপির প্রার্থীরা

শাওন বিশ্বাস
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৫:১৩ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। সে লক্ষ্যে ভোটের মাঠে দেশের বড় রাজনৈতিক দল বিএনপি। এরই মধ্যে দলটি তাদের প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। এরপরই জনসংযোগ করতে দেশের জেলা-উপজেলাসমূহে সভা-সমাবেশ শুরু করেছে প্রার্থীরা। তারা জনগণকে আকৃষ্ট করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিশেষ করে ৩১ দফার বিষয়ে মানুষকে অবগত করছেন তারা। 

দলটি নেতারা বলছেন, এখন সময় যত গড়াবে মাঠে নির্বাচনী কার্যক্রম তত জোরদার হবে। নির্বাচনী ইশতেহারের কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তপসিল ঘোষণা হলে ইশতেহার ঘোষণা হবে। 

গত ২৩ এপ্রিল নীলফামারীতে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটি আয়োজিত এক কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষিত বেকারদের জন্য ভাতা প্রদানের উদ্যোগ নেবে।’

গত ২৬ জুলাই ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শিশুশ্রম নিরসন করে কর্মজীবী শিশুদের শিক্ষা ও সুস্থ জীবনে ফিরিয়ে আনার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি। জনগণের ভোটে দলটি রাষ্ট্র ক্ষমতায় গেলে এই বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

গত ২৯ আগস্ট গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে গুম প্রতিরোধ সংক্রান্ত আন্তর্জাতিক কনভেশন (আইসিপিপিইডি) অনুসারে যথাযথ আইন প্রণয়ন করা হবে।

গত ৭ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষকদের এক সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, মানুষ গড়ার কারিগর শিক্ষকদের এই অনুষ্ঠানে আমাকে যুক্ত হওয়ার সুযোগ দেওয়ায় আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। অতীতের ভালো দৃষ্টান্তগুলো থেকে অভিজ্ঞতা অর্জন এবং খারাপ দৃষ্টান্ত বর্জনই হোক আমাদের আগামী দিনের অঙ্গীকার।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা সংস্কার কমিশন গঠন ও শিক্ষকদের সম্মান নিশ্চিত করবে।

গত ১৮ অক্টোবর বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক চিকিৎসা ক্যাম্পে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অনেক দিন পর নিজ বাড়িতে এসে পরিচিত মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। আমরা যদি এ দেশের মানুষের ভালোবাসায় ক্ষমতায় যেতে পারি, তাহলে চিকিৎসাক্ষেত্রে আমূল পরিবর্তন হবে। যাতে হাসপাতালে কোনো রোগীকে আর মাটিতে শুয়ে থাকতে না হয়। ভবিষ্যতে অতিরিক্ত রোগীদের জন্য সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও চিকিৎসার ব্যবস্থা করা হবে। কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হনসে দিকে নজর দেওয়া হবে।

তিনি বলেন, ‘গ্রাম থেকে গ্রামে প্রতিটি ঘরে ঘরে হেলথকেয়ার তৈরি করে মানুষকে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারে থাকাকালীন গ্রামে পল্লী চিকিৎসকদের মাধ্যমে যেমন সেবা প্রদান করা হয়েছিল, তেমনি ব্যবস্থা করা হবে। ইনশাআল্লাহ, বিএনপি ক্ষমতায় এলে কোনো রোগীকে আর হাসপাতালের বারান্দায় বসে চিকিৎসা নিতে হবে না। বেডে থেকেই সবার সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

গত ২০ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মহাসমাবেশে উপস্থিত হয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যেই শিক্ষকদের দাবির সঙ্গে নীতিগত একমত পোষণ করেছেন এবং তিনি আগেই ঘোষণা দিয়েছেন, বিএনপি সরকার গঠন করলে সব এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জাতীয়করণ করা হবে। 

তিনি বলেন, ‘এটি শুধুই বক্তব্য নয়, এটি একটি প্রতিশ্রুতি-দলের পক্ষ থেকে আবারও তা নিশ্চিত করছি।’

গত ২৪ অক্টোবর ঢাকায় গারো সম্প্রদায়ের এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২২ সালে ঘোষিত ৩১ দফার মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, আমরা একটি রেইনবো নেশন তৈরি করব। অর্থাৎ একটি সমাজ যেখানে সব সম্প্রদায় সমানভাবে অংশগ্রহণ করবে এবং তাদের অবদানকে সম্মান জানানো হবে। আগামী বিএনপি সরকারের অধীনে এই বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।’

তিনি বলেন, ‘বিএনপি সরকারের দায়িত্ব হবে ক্ষুদ্র সম্প্রদায়ের অর্থনৈতিক অবস্থা উন্নত করা এবং তাদের কৃষ্টি-সংস্কৃতিকে সংরক্ষণ করা। আমাদের লক্ষ্য তাদের মূল সম্প্রদায়ের সঙ্গে সম্পূর্ণভাবে এক করা এবং দেশের সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থায় সমান অংশগ্রহণ নিশ্চিত করা।’

গত ২৫ অক্টোবর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মেধাবৃত্তি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপির লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে যে যে বিষয়ে ভালো তাদেরকে সে বিষয়ে পারদর্শী করে তোলা। যে হাদীসে ভালো তাকে বের করে নিয়ে আসা, যে কেরাতে ভালো তাকে বের করে নিয়ে আসা, যে খেলায় ভালো তাকে বের করে নিয়ে আসা, যে অংকে ভালো তাকে বের করে নিয়ে আসা।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে দেশে একটি আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই।

গত ১ নভেম্বর রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী সম্মেলন- ২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন,  বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে ১ কোটি চাকরির ব্যবস্থা করা হবে। বড় বড় মেগা প্রজেক্টের পরিবর্তে জনগণের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়ন নিশ্চিত করা হবে।

২ নভেম্বর রাজশাহী বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতীতের অর্থনৈতিক মডেল সাধারণ মানুষের জন্য কাজ করেনি বরং একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করেছে। বিএনপি ক্ষমতায় গেলে ‘সবার জন্য অর্থনীতি’ চালু করবে, যাতে উন্নয়নের সুফল সবাই পায়।