দেশের নতুন প্রজন্ম আর সংঘাত, হানাহানি ও চাঁদাবাজিরর পুরোনো রাজনৈতিক সংস্কৃতি চায় না—তারা উন্নয়ন, কল্যাণ ও দেশের ভবিষ্যৎ গড়ার রাজনীতি চায় বলে জানিয়েছেন ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর বনানী এলাকায় ঢাকা-১৭ আসনের উদ্যোগে আয়োজিত এক গণমিছিলে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপশিল ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি এ কথা বলেন।
ডা. খালিদুজ্জামান বলেন, ‘দেশের তরুণরা এখন পরিবর্তনের রাজনীতি চায়, আর জামায়াতে ইসলামী সেই ইতিবাচক পরিবর্তনের পথেই হাঁটছে।’
তিনি বলেন ‘গত ১৭ বছর মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। এবার তপশিল ঘোষণার মধ্য দিয়ে মানুষের মনে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। জনগণ এবার উৎসবমুখর পরিবেশে ভোট দিতে প্রস্তুত, কারণ তারা রক্তের বিনিময়ে অর্জিত ভোটাধিকার আর কাউকে ছিনিয়ে নিতে দিতে রাজি নয়।’
বিএনপি জোটের সম্ভাব্য প্রার্থী আন্দালিব রহমান পার্থের সমালোচনা করে জামায়াত নেতা বলেন, ‘পার্থ মনগড়া বক্তব্য দিয়ে মানুষকে ভুল পথে নেওয়ার চেষ্টা করছেন। তিনি ১৭ বছর শাশুড়ির আঁচলের নিচে থেকে রাজনীতি করেছেন, আর এখন এসে বড় বড় কথা বলছেন। মানুষ আর এসব কথায় বিশ্বাস করে না। এগুলো আওয়ামী ফ্যাসিবাদের ভাষা।’
তিনি দাবি করেন, ‘ঢাকা-১৭ আসনের ভোটাররা এবার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন এবং নতুন করে কোনো চাঁদাবাজকে ক্ষমতায় দেখতে চান না। মানুষের প্রত্যাশা, দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশকে একটি আধুনিক, উন্নত ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্রের দিকে এগিয়ে নেওয়া।’
গণমিছিলে ঢাকা-১৭ আসনের নির্বাচন সমন্বয়ক ডা. আসাদুজ্জামান কাবুলের সভাপতিত্বে ও আসন সদস্য সচীব মিজানুর খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালক জনাব হেদায়েত উল্লাহ; আরও উপস্থিত ছিলেন গুলশান পশ্চিম থানার আমির মাহমুদুর রহমান আজাদ, গুলশান পূর্ব থানা আমির জিল্লুর রহমান, ক্যান্টনমেন্ট থানা আমির আব্দুস সাকী, ভাষানটেক থানা আমির ডা. আহসান হাবীব প্রমুখ।


