ঢাকা শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

তৃণমূল এনসিপি’র আত্মপ্রকাশ, আসিফ-মাহফুজের দুর্নীতি তদন্তের দাবি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৫, ১১:২৯ পিএম
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভেঙে নতুন রাজনৈতিক দল ‘তৃণমূল এনসিপি’ গঠনের ঘোষণা দিয়েছেন দলটির সাবেক কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার পরে রাজধানীর বাংলামোটরের এনসিপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলের মাধ্যমে দলটি আত্মপ্রকাশ করে। বিক্ষোভে সাবেক দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের দুর্নীতির তদন্তের দাবি জানানো হয়। 

মুনতাসির মাহমুদ বলেন, ‘শীঘ্রই তৃণমূল এনসিপির কার্যক্রম শুরু হবে। যারা সততা ও নীতি ভিত্তিক, বাংলাদেশপন্থি রাজনীতি করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন।’

এর আগে, গত ৮ ডিসেম্বর মুনতাসির মাহমুদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত আইডি থেকে তৃণমূল এনসিপি গঠনের ঘোষণা দেন। ওই পোস্টে তিনি লেখেন, ‘তৃণমূল এনসিপি গঠন এখন সময়ের দাবি। সারা দেশ থেকে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীরা আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। সবকিছু ভালোভাবে এগোলে আমি আল্লাহর ওপর ভরসা করে উদ্যোগ নেব, ইনশাআল্লাহ।’

এদিকে, মুনতাসির মাহমুদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার কথাও জানিয়েছেন। তিনি বলেন, নতুন দলটি নীতি, সততা এবং দেশের কল্যাণকে মূলমন্ত্র করে রাজনীতি পরিচালনা করবে।