মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ১০:৫০ এএম

বঞ্চিত নেতার সমর্থকদের বিক্ষোভ

ময়মনসিংহে ৯টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ১০:৫০ এএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে ২টি আসনের প্রার্থিতা স্থগিত রেখে বাকি ৯টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।

এ ঘটনায় ২টি আসনের সম্ভাব্য প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিলেও অন্য আসনগুলোতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও আতশবাজির মাধ্যমে উৎসবের খবর পাওয়া গেছে।

সোমবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ময়মনসিংহের ৯টি আসনে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্তরা হলেন-

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট–ধোবাউড়া): বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
ময়মনসিংহ-২ (ফুলপুর–তারাকান্দা): জেলা উত্তরের একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
ময়মনসিংহ-৩ (গৌরীপুর): বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন।
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা): দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু।
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া): উপজেলা বিএনপির আহ্বায়ক ও শেরে বাংলা এ কে এম ফজলুল হকের নাতজামাই আখতারুল আলম ফারুক।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল): জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন।
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ): উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
ময়মনসিংহ-৯ (নান্দাইল): বিবিসির সাবেক তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী এবং উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী।
ময়মনসিংহ-১১ (ভালুকা): আলোচিত বিএনপি নেতা ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

স্থগিত রাখা আসন দুটি হলো-
ময়মনসিংহ-৪ (সদর) এবং
ময়মনসিংহ-১০ (গফরগাঁও)।

এ নিয়ে দলটির নেতাকর্মী, প্রার্থীদের সমর্থক-অনুসারিসহ সাধারণ মানুষের মাঝে তোলপাড় সৃষ্টি হয়েছে।

ময়মনসিংহ-৪ (সদর) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। সেই নির্বাচনে মাত্র কয়েক ঘণ্টার ভোটে প্রায় লক্ষাধিক ভোট পেয়ে সারাদেশে আলোচনায় আসেন তিনি।

এছাড়া এ আসনে দলীয় সাক্ষাৎকারে অংশ নেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা যুবদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম. এ. হান্নান খান আলোচনায় রয়েছে। ঘোষিত তালিকার খসড়ায় আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের নাম থাকলেও চূড়ান্ত ঘোষণায় তা স্থগিত রাখা হয়েছে।

অন্যদিকে রাজনীতির উত্তপ্ত জনপদ হিসেবে পরিচিত ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনেও মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। এ আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা, আক্তারুজ্জামান বাচ্চু, অ্যাডভোকেট ফাত্তাহ খান, সাবেক উপজেলা সভাপতি এবি সিদ্দিকুর রহমান এবং জেলা বিএনপি নেতা মুশফিকুর রহমান।

ময়মনসিংহ-৪ (সদর) আসনের মনোনয়ন প্রত্যাশী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, মনোনয়নপ্রাপ্তদের তালিকায় ময়মনসিংহ-৪ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আমার নাম লেখা আছে। তবে পলিসিগত কারণে চূড়ান্ত ঘোষণা আপাতত স্থগিত রাখা হয়েছে। দল যে সিদ্ধান্ত নেবে, আমি সেটাই মেনে নেব।”

মন্তব্য জানানোর সময় তিনি আন্দোলনে নিজের ভূমিকা মূল্যায়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

মনোনয়ন ঘোষণার খবর পেয়ে পবিত্র ওমরাহ পালনকালে ভিডিও বার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ওই বার্তায় তিনি বলেন, কোনোভাবেই আনন্দ মিছিল করা যাবে না। সবাইকে শান্ত থাকতে হবে এবং দলীয় সিদ্ধান্তে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধানের শীষের বিজয়ের লক্ষ্যে বিভেদ ভুলে কাজ করতে হবে।

এদিকে মনোনয়ন ঘোষণার পর জেলার ৮টি আসনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ দেখা গেলেও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।

এসময় তারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহম্মেদ তায়েবুর রহমান হিরনের পক্ষে স্লোগান দেন এবং ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবি জানান।

বিক্ষোভের সত্যতা নিশ্চিত করে পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস বলেন, অবিলম্বে গৌরীপুর আসনের প্রার্থিতা বদল করতে হবে। অন্যথায় আগামীকাল থেকে লাগাতার আন্দোলনসহ অবরোধ কর্মসূচি দেওয়া হবে।

তবে একাধিকবার যোগাযোগ করেও উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মেদ তায়েবুর রহমান হিরনের মন্তব্য জানা যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!