ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বাতিলের সিদ্ধান্তে আদালতের স্থগিতাদেশ

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ২৪, ২০২৫, ১২:৫৭ পিএম
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ছবি- সংগৃহীত

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বাতিল সংক্রান্ত ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের ওপর সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন একজন মার্কিন বিচারক।

এই আদেশের ফলে হাজার হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী আপাতত কিছুটা স্বস্তি পেয়েছেন। নীতিটি কার্যকর হলে তাদের অন্যত্র স্থানান্তরের মুখে পড়তে হতো।

বিদেশি শিক্ষার্থী ভর্তিতে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের সংবিধান ও ফেডারেল আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছিল।

এর আগে ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থীদের ভর্তির অনুমোদন বাতিল করে। হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি ক্রিস্টি নোয়েম সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, হার্ভার্ড আইন মানেনি এবং তাই স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রামের আওতায় তাদের সার্টিফিকেশন বাতিল করা হয়েছে। 

তিনি বলেন, ‘এটি দেশের সব বিশ্ববিদ্যালয়ের জন্য একটি সতর্কবার্তা।’

বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসারে, গত শিক্ষাবর্ষে হার্ভার্ডে ৬,৭০০-এরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি ছিল।

সম্প্রতি হার্ভার্ডকে দেওয়া ৬ কোটি ডলারের একটি ফেডারেল অনুদান বাতিল করা হয়েছে। ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষ ও জাতিগত বৈষম্য মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তোলা হয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

গত কয়েক সপ্তাহে ট্রাম্প প্রশাসন হার্ভার্ডের জন্য নির্ধারিত প্রায় ৩০০ কোটি ডলারের সরকারি অনুদান ও চুক্তি বাতিল বা স্থগিত করেছে।

সূত্র: রয়টার্স