মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে ভিন্ন ভিন্ন পূর্বাভাস দিয়েছেন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের জ্যোতির্বিদরা। কেউ বলছেন ৬ জুন, আবার কেউ ৭ জুন।
আগামী ২৭ মে সোমবার সন্ধ্যায় মধ্যপ্রাচ্য, পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। ইসলামী বর্ষপঞ্জি অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপন করা হয়।
আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, তাদের হিসাব অনুযায়ী ২৭ মে সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে আরব আমিরাত ও সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে শুক্রবার, ৬ জুন।
অন্যদিকে, পাকিস্তানের মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন (এসইউপিএআরসিও) বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈজ্ঞানিক বিশ্লেষণ ও জ্যোতির্বিদ্যার তথ্য অনুযায়ী, দেশটিতে ৭ জুন ঈদ হওয়ার সম্ভাবনাই বেশি।
তাদের মতে, ২৭ মে পাকিস্তান সময় রাত ৮টা ২ মিনিটে জিলহজ মাসের নতুন চাঁদের জন্ম হবে। তবে সেদিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে মাত্র ১১ ঘণ্টা ৩৪ মিনিট এবং সূর্যাস্ত ও চন্দ্রাস্তের ব্যবধান থাকবে মাত্র ৩৭ মিনিট। এর ফলে ওইদিন চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম। তাই দেশটিতে জিলহজ মাস শুরু হবে ২৯ মে এবং ঈদ উদযাপিত হবে শুক্রবার ৭ জুন।
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে যদি ঈদ হয় ৬ জুন, তাহলে বাংলাদেশে ঈদুল আজহা পালিত হতে পারে ৭ জুন শনিবার। তবে সবকিছু নির্ভর করছে ২৭ মে সন্ধ্যায় চাঁদ দেখার ওপর।
বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদের তারিখ চূড়ান্তভাবে ঘোষণা করা হবে।