ঢাকা বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

শুধু শোক নয়, সহায়তারও ডাক দিল আর্টসেল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০৪:৫৬ পিএম
আর্টসেল ব্যান্ড। ছবি- সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ অনেকের করুণ মৃত্যু এবং শতাধিক মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে দেশের অন্যতম জনপ্রিয় প্রোগ্রেসিভ মেটাল ব্যান্ড আর্টসেল। শুধু শোক নয়, এই মর্মান্তিক মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোরও আহ্বান জানিয়েছেন তারা।

আর্টসেল ব্যান্ড। ছবি - সংগৃহীত

সোমবার নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেইজে এক আবেগঘন বার্তায় আর্টসেল লেখে, ‘আজ উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে অনেক শিশুর করুণ মৃত্যু ও শতাধিক আহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আর্টসেল পরিবারের পক্ষ থেকে আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।’

মঞ্চে গান পরিবেশন করছে আর্টসেল। ছবি- সংগৃহীত

তবে এখানেই থেমে থাকেনি ব্যান্ডটি। এই কঠিন সময়ে মানুষের পাশে থাকার আহ্বান জানিয়ে তারা আরও লেখে, ‘সহযোগিতার আহ্বান! অনেক শিক্ষার্থী এখনো নিখোঁজ। তাদের সন্ধান ও আহতদের খোঁজ-খবর নেওয়ার জন্য কিছু জরুরি নম্বর প্রকাশ করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনার পর আমরা কেবল শোক প্রকাশ নয়, সাহায্যের হাত বাড়াতে চাই। আপনারা যারা পারছেন, রক্তদান বা তথ্য ছড়িয়ে দিয়ে পাশে দাঁড়ান।’

সহায়তার আহ্বান জানানোর পাশাপাশি তারা নিজেদের পেইজ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেও দুর্ঘটনাকবলিত মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট জর্জ লিঙ্কন ডি’কস্টার ব্যক্তিগত পেইজ ও প্রোফাইল থেকে কখনো রক্তের সন্ধান চেয়ে পোস্ট, কখনো বা নিখোঁজ ব্যক্তিদের তথ্য প্রকাশ কখনো বা গুরুত্বপূর্ণ ফোন নম্বর শেয়ার করে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন তারা। 

বিমান বিধ্বস্ত হওয়ার ভয়াবহতা নিয়ে সারা দেশ যখন বাকরুদ্ধ, তখন আর্টসেল ব্যান্ডের মতো তারকা শিল্পীদের পক্ষ থেকে এমন মানবিক উদ্যোগ ও বার্তা তাদের ভক্ত-শ্রোতাদের সামনে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। অনেকেই আর্টসেলের পোস্ট শেয়ার করে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছেন।

আর্টসেল ব্যান্ড। ছবি - সংগৃহীত

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী প্রাণ হারায় এবং অনেকে গুরুতর আহত হয়। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে প্রশাসন, তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এগিয়ে আসছে সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পী সমাজও।