ঢাকা সোমবার, ২৮ জুলাই, ২০২৫

ষষ্ঠ গণবিজ্ঞপ্তি: শিক্ষক নিয়োগ নিয়ে এনটিআরসিএ’র নতুন তথ্য

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ১০:০৩ এএম
ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশে বিলম্ব হতে পারে। ছবি- সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশে বিলম্ব হতে পারে। নিবন্ধন সনদ সংশোধন ও আদালতের নির্দেশনার কারণে এ সুপারিশ প্রক্রিয়া পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

প্রতিষ্ঠানটির একটি সূত্র জানায়, ১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ প্রায় ৬ হাজার প্রার্থী তাদের নিবন্ধন সনদ সংশোধনের আবেদন করেছেন। এ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সুপারিশ দেওয়া হবে না।

এ ছাড়া, ১৮তম নিবন্ধনে ৩৫ ঊর্ধ্ব বয়সের ৬৫ জন প্রার্থীর বিষয়ে একটি রিট মামলা চলমান, যা সুপারিশ প্রক্রিয়ায় প্রভাব ফেলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এনটিআরসিএর এক কর্মকর্তা বলেন, ‘দুটি বড় কারণ সুপারিশে বিলম্ব ঘটাচ্ছে। একটি হলো- সনদ সংশোধনের আবেদন বেশি। দ্বিতীয়ত, নতুন চেয়ারম্যান সম্প্রতি যোগ দিয়েছেন, যাঁর সঙ্গে পরবর্তী কার্যক্রমের সিদ্ধান্ত হবে।’

চলতি সপ্তাহে সুপারিশ প্রকাশ সম্ভব কি না- এমন প্রশ্নে তিনি বলেন, সম্ভাবনা খুবই কম। কারণ সনদ সংশোধনের কাজ এখনো চলছে। ৩৫ ঊর্ধ্বদের বিষয়েও কোনো নিষ্পত্তি হয়নি। ফলে চলতি মাসে সুপারিশ হওয়ার সম্ভাবনা নেই।

গত ১৬ জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। আবেদন শুরু হয় ২২ জুন এবং শেষ হয় ১০ জুলাই মধ্যরাতে। আবেদন ফি জমার শেষ সময় ছিল ১৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

সূত্র জানায়, ৫৭ হাজারের বেশি প্রার্থী এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন। অথচ, বিজ্ঞপ্তি অনুযায়ী ১ লাখ ৮২২টি শূন্যপদে নিয়োগ দেওয়ার কথা। এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৪৬,২১১টি; মাদ্রাসায় ৫৩,৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ১,১১০টি। সেই হিসাবে প্রায় অর্ধেকের বেশি পদ শূন্যই থেকে যাবে আবেদনকারীর সংখ্যা কম হওয়ায়।