ঢাকা সোমবার, ২৮ জুলাই, ২০২৫

খাগড়াছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০৪:০৩ পিএম
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা। ছবি- রূপালী বাংলাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বসবাসরত পাহাড়ি জাতিগোষ্ঠী ও বাঙালি জনগণের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিশেষ মানবিক সহায়তা ও চিকিৎসাসেবা প্রদান করেছে সেনাবাহিনী।

সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় গুইমারা রিজিয়নের অধীনস্থ ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের আওতাধীন তৈকাতং আর্মি ক্যাম্পের আরবারি পাড়া এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম আধহাম, পিএসসি। উপস্থিত ছিলেন ক্যাম্প কমান্ডার মেজর গাফ্ফারুজ্জামান, মাটিরাঙ্গা জোনের আরএমও ক্যাপ্টেন মো. মুঈদ-উল করিম চৌধুরী এবং মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. ফারিয়া।

মানবিক সহায়তার অংশ হিসেবে একজন বিধবা নারী ও ঘাগরাপাড়া মন্দিরের জন্য ৫ বান্ডিল ঢেউটিন, দলদলি পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১ হাজার লিটারের পানির ট্যাংক, দলদলি পাড়া মন্দিরে হারমোনিয়াম প্রদান, ৩০ জন পাহাড়ি ও বাঙালির মাঝে রেশন বিতরণ, দলদলি পাড়া ও শ্মশানটিলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ।

একই দিনে আরবারি পাড়ায় চিকিৎসাসেবা কর্মসূচিতে প্রায় ৫০০ জন পাহাড়ি ও বাঙালি নাগরিককে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। চিকিৎসাসেবা দেন সেনা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. মুঈদ-উল করিম চৌধুরী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. ফারিয়া।

উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে লে. কর্নেল ইব্রাহীম আধহাম বলেন, ‘পাহাড়ি ও বাঙালিদের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা এবং প্রত্যন্ত অঞ্চলের জনগণের আর্থসামাজিক উন্নয়নে সেনাবাহিনীর এই মানবিক সহায়তা অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান অঙ্গীকার।’