ঢাকা সোমবার, ২৮ জুলাই, ২০২৫

পবিপ্রবি সাংবাদিক সমিতির ৩য় বর্ষপূর্তি উদযাপন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ১০:১৫ পিএম
পবিপ্রবি সাংবাদিক সমিতির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। ছবি- রূপালী বাংলাদেশ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) সাংবাদিক সমিতির ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। ‘সত্যের সন্ধানে কলম হাতে শপথ’ এই প্রতিপাদ্যে গড়ে ওঠা সংগঠনটি মাত্র তিন বছরে বিশ্ববিদ্যালয় সাংবাদিকতায় একটি নির্ভরযোগ্য নাম হয়ে উঠেছে।

রোববার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অ্যাকাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। 

র‌্যালি শেষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করেন। 

বিকেল পৌনে ৪টায় কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে সমিতির সভাপতি মারসিফুল আলম রিমনের সভাপতিত্বে এবং মুহসিন তানজিমের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ, ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেন, এফবিএ অনুষদের ডিন প্রফেসর ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মাহফুজুর রহমান সবুজ, ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক প্রিন্স, সাবেক সভাপতি নুর মোহাম্মদ শাহীন এবং দপ্তর ও প্রকাশনা সম্পাদক মো. জান্নাতীন নাঈম জীবন প্রমুখ।

এ সময় শিক্ষক, কর্মকর্তা, সাবেক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত নেতাদের শপথবাক্য পাঠ করান প্রধান উপদেষ্টা ও ভাইস-চ্যান্সেলর। পরে সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ এবং অতিথিদের ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।