ঢাকা সোমবার, ২৮ জুলাই, ২০২৫

ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ দ্রুত প্রকাশের দাবি চাকরিপ্রার্থীদের

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ১০:০১ পিএম
৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ দ্রুত দেওয়ার দাবি জানিয়েছেন ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। ছবি -সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য প্রকাশিত ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ দ্রুত দেওয়ার দাবি জানিয়েছেন ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।

রোববার (২৭ জুলাই) এ দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর কার্যালয়ে স্মারকলিপি জমা দেন তারা।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, দেশের হাজারো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে ২০২৩ সালের ২ নভেম্বর এনটিআরসিএ ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে প্রায় ১৮ লাখ ৬৫ হাজার আবেদনকারীর মধ্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ হন ৬০ হাজার ৫২১ জন।

তারা বলেন, ‘প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক তিনটি ধাপই এনটিআরসিএ অত্যন্ত স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেছে, যা প্রশংসনীয়। তবে কিছু ব্যর্থ প্রার্থী ও তথাকথিত রিট ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে এনটিআরসিএর গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছেন।’

তারা আরও বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা জনমনে বিভ্রান্তি তৈরি করছেন, যা শিক্ষক নিয়োগ কার্যক্রমে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছে।’

চাকরিপ্রার্থীদের দাবি, এসব অপপ্রচারে কর্ণপাত না করে কর্তৃপক্ষ যেন নির্ধারিত সময়সীমা অনুযায়ী, অর্থাৎ ফল প্রকাশের ১০ কর্মদিবসের মধ্যেই ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ প্রকাশ করে। এতে করে দীর্ঘদিন ধরে শিক্ষকশূন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দ্রুত শিক্ষক নিয়োগ নিশ্চিত হবে এবং শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে না।

তারা আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এবং দীর্ঘদিনের অপেক্ষার অবসানে এনটিআরসিএর প্রতি আমাদের বিনীত অনুরোধ দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত সুপারিশ প্রকাশ করে যোগ্য প্রার্থীদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হোক।