ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫

কেন বদলি করা হলো এনটিআরসিএ চেয়ারম্যান মফিজুলকে?

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ০৭:৫২ পিএম
এনটিআরসিএর সাবেক চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম। ছবি- সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. মফিজুল ইসলামকে বদলি করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী মো. মফিজুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

তবে তিনি জনপ্রশাসনের কোন শাখায় দায়িত্ব পালন করবেন সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া কী কারণে তাকে হঠাৎ বদলি করা হলো সে বিষয়েও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

২০২৪ সালের ৯ সেপ্টেম্বর এনটিআরসিএর চেয়ারম্যান হন মোহাম্মদ মফিজুর রহমান। সে সময় তিনি রাজস্ব বোর্ড প্রশাসনের সদস্য ছিলেন।

এ দিকে এনটিআরসিএর নতুন চেয়ারম্যান হিসেবে পদায়ন পেয়েছেন মো. আমিনুল ইসলাম। তিনি সংস্থাটির বর্তমান চেয়ারম্যান মো. মফিজুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।

আমিনুল ইসলাম খাদ্য মন্ত্রণালয়ের প্রশাসন বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত রয়েছেন।