ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

নুরের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১১:০৬ পিএম

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে দলটি। এ সময়ের মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। তা না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা বা সচিবালয় ঘেরাও করা হবে বলে  হুঁশিয়ারি দিয়েছে দলটি। 

গতকাল রোববার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। 

রাশেদ খান বলেন, ‘সরকার নুরকে দেশের বাইরে নেওয়ার ঘোষণা দিলেও এখনো নেওয়া হয়নি। সরকারের গড়িমসি লক্ষ করছি। এ জন্য আমাদের দলের পক্ষ থেকেই তাঁকে উন্নত চিকিৎসার জন্য বাইরের দেশে নেওয়া হবে। সরকারের দয়ার ওপর নির্ভর করতে চাই না। সরকারের সেই ঘোষণাকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’

তিনি আরও বলেন, ‘আগামীতে আপনাকেও এমনভাবে হাসপাতালে আসতে হতে পারে। না হলে জুলাই যোদ্ধারা হামলা করে হাসপাতালে পাঠাতে পারে। হামলার এত দিন পার হয়ে গেলেও হামলাকারীদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে সরকারের কোনো কার্যক্রম দৃশ্যমান হয়নি।’

আলটিমেটামের ঘোষণা দিয়ে রাশেদ খান বলেন, ‘সরকারকে আমরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি, এর মধ্যে হামলাকারী আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ৪৮ ঘণ্টা পর কঠোর কর্মসূচি দেব। সেই কর্মসূচি হতে পারে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও বা সচিবালয় ঘেরাও। এই হামলার সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জড়িত। তাঁর দায় রয়েছে। এ জন্য ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকেও পদত্যাগ করতে হবে।’

দলের মুখপাত্র সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান বলেন, ‘আজ (গতকাল) নুরুল হক নুরকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার কথা ছিল। তবে গতকাল (গত শনিবার) রাতে হঠাৎ নতুন জটিলতা দেখা দেওয়ায় রাতেই তাঁর বেশ কিছু রিপোর্ট করা হয়। রিপোর্টে কিছু সমস্যা খুঁজে পাওয়ায় তাঁকে রিলিজ দেওয়া হচ্ছে না।’

তিনি আরও জানান, নুরের নাকের ভাঙা হাড়ে জটিলতা রয়েছে। চোয়ালের ভাঙা হাড় ফাঁকা হয়ে রয়েছে। এ ছাড়া লিভারেও জটিলতা রয়েছে।